জয়ল্যান্ড বিতর্ক: নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান, মুক্তি আগামীকাল
অবশেষে 'জয়ল্যান্ড'-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান। সাইম সাদিক পরিচালিত এই ছবিটি নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল।
পাকিস্তান থেকে ছবিটি অস্কারের জন্য মনোনীত হলেও দেশের ভেতরেই সেটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান কর্তৃপক্ষ। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয় 'আপত্তিজনক' বিষয় দেখানোর কারণেই এই সিদ্ধান্ত। তবে কয়েকদিনের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান।
বুধবার সংবাদিক রাফে মাহমুদ টুইট করেন, 'সেন্সর বোর্ডের রিভিউয়ের পর পাকিস্তানের সব জায়গাতেই জয়ল্যান্ড মুক্তির অনুমতি মিলেছে। শুধু হবে কিছু ছোট কাঁটাছেড়া। আগের পরিকল্পনামতো ১৮ নভেম্বর মুক্তিরই চেষ্টা চালাচ্ছে পরিবেশকরা। সিনেমার গোটা টিমকে শুভেচ্ছা, শুভেচ্ছা তাদেরকেও যারা এই সিনেমার জন্য আওয়াজ তুলেছিলেন।
তিনি আরও জানান, এই ছবিকে নাকি কখনও 'অফিসিয়ালি ব্যানড' করাই হয়নি। আপাতত পরিবেশকরা অনাপত্তিপত্রের অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত পাকিস্তান সরকারের সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই #ReleaseJoyland ট্রেন্ড করতে থাকে টুইটারে। এটাকে 'একরোখা' এবং 'অনৈতিক' সিদ্ধান্ত দাবি তুলে প্রতিবাদে ভাসে নেট-নাগরিকদের বড় একটা অংশ। এদিকে বুসান, কান-সহ বিশ্বের নামীদামী ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে 'জয়ল্যান্ড'।
'জয়ল্যান্ড' কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রথম পাকিস্তানি ছবিও।
কী আছে এই সিনেমায়?
জয়ল্যান্ডে এক পরিবারের গল্প উঠে এসেছে যেখানে পুত্রসন্তানকে রীতিমত মাথায় তুলে রাখা হয়। সেই পরিবারের ছোট ছেলে প্রথাগত ধারণার বাইরে গিয়ে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে; গোপনে যোগ দেয় এক নাচের দলে এবং প্রেমে পড়ে যায় দলের সদস্য এক ট্রান্সজেন্ডার নারীর।