মঞ্চে উঠলেও পারফর্ম করেননি নোরা ফাতেহি
ভারতীয় তারকা নোরা ফাতেহি গতকাল (১৮ নভেম্বর) গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উঠলেও পারফর্ম করেননি। মঞ্চে মূলত পুরষ্কার বিতরণ করতে ওঠেন তিনি।
বেশ কিছুদিন ধরেই নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে কৌতুহলী ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমনা মানুষ। নানা নিয়মের গ্যাড়াকলে পড়ে তার ঢাকায় আসাটা অনিশ্চিত হয়ে পড়লেও, সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে নোরা ফাতেহি ঢাকায় আসার অনুমতি পান ১৭ নভেম্বর, অনুষ্ঠানের ঠিক আগের দিন।
বাংলাদেশের ওমেন লিডারশিপ কর্পোরেশন নামের একটি সংস্থা গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নামের এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।
মুলত সমাজের সফল নারীদের উৎসাহিত করার জন্যই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই আয়োজনের মধ্যমণি ছিলেন নোরা ফাতেহি।
স্বাভাবিকভাবেই, পছন্দের তারকাকে সামনে থেকে দেখার জন্য উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। যদিও অনুষ্ঠানটি সাধারণ দর্শক উচ্চমূল্যের দর্শনীর বিনিময়ে দেখার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের ঈগল ড্যান্স গ্রুপের সাথে মঞ্চে ওঠেন নোরা ফাতেহি। ভারতীয় গান 'দিলবার'এ নাচের মাধ্যমে তার জনপ্রিয়তার শুরু। এই নাচের তালে তালেই মঞ্চে ওঠেন তিনি। কিন্তু, মঞ্চে পারফর্ম করেননি এ তারকা।
এরপর মঞ্চে নোরা ফাতেহির সঙ্গে হাজির হন আয়োজক ইশরাত জাহান মারিয়া। কথার শুরুতেই বাংলাদেশে আসা প্রসঙ্গে নোরা ফাতেহির কাছে জানতে চান তিনি।
নোরা বলেন, "এবার নিয়ে দ্বিতীয়বার এই দেশে আসলাম। ঢাকা আমার খুব ভালো লাগে। আর নারীদের উৎসাহ দেওয়ার জন্যই মুলত আমি এবার এসেছি। শিক্ষা ছাড়া নারী উন্নয়ন সম্ভব নয়। তাই সেদিকে জোড় দিতে হবে। আমি আশাবাদী যে পরিস্থিতির আরও উন্নতি হবে।" এরপরই পুরষ্কার বিতরণ করেন তিনি।
যে নাচের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন, সেই নাচ ছাড়াই নোরা ফাতেহি মঞ্চ ছাড়েন বলে বিস্মিত হয় দর্শকরা।
আবার প্রিয় তারকাকে সামনে পেয়েও পারফরম্যান্স দেখতে না পারার কষ্ট চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল দর্শকের মধ্যে। অনেককে আবার ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।
পুরান ঢাকা থেকে পরিবারের ১০জন সদস্যকে নিয়ে লক্ষাধিক টাকার বেশি দিয়ে টিকেট কেটে নোরা ফাতেহির পরিবেশনা দেখতে এসেছিলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। তিনি আয়োজকদের সামনেই উত্তেজিত হয়ে ওঠেন।
অনেকেই এই আয়োজনকে প্রতারণা বলেছেন। তবে আয়োজকরা বলেন অন্যকথা। তারা মূলত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি হিসেবেই নোরাকে এনেছিলেন।
এর আগে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি নিয়ে একাধিকবার জটিলতা হয় মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের সঙ্গে। তবে এই স্বল্প সফরে নোরা ফাতেহি কোনো ডকুমেন্টারি শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানা যায়নি।
আজ (১৯ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা ছেড়েছেন।
'সাকি সাকি', 'দিলবার' গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন।
২১ নভেম্বর কাতারে অনুষ্ঠিতব্য জমকালো বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চেও পারফর্ম করতে যাচ্ছেন নোরা ফাতেহি।