৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস: সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'দ্য ফ্যাবেলম্যানস'
বিখ্যাত হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস' এবং মার্টিন ম্যাকডোনা পরিচালিত ডার্ক কমেডি সিনেমা 'দ্য বানশিজ অব ইনিশেরিন' ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে দুটি আলাদা শাখায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে, খবর রয়টার্সের।
স্পিলবার্গের কিশোর বয়সের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত 'দ্য ফ্যাবেলম্যানস' বেস্ট মোশন পিকচারস (ড্রামা) বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। অন্যদিকে, একটি আইরিশ দ্বীপে বন্ধুদের মধ্যে শত্রুতার গল্প নিয়ে নির্মিত 'দ্য বানশিজ অব ইনিশেরিন' মিউজিক্যাল বা কমেডি মোশন পিকচারস বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
এ পুরস্কার জয়ের ফলে চলতি বছরের মার্চে অনুষ্ঠিতব্য একাডেমী অ্যাওয়ার্ডস-এ এই দুটি চলচ্চিত্রের নাম উঠে আসার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে।
হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে। এ অ্যাসোসিয়েশনের প্রতি নৈতিক স্খলনের অভিযোগ তুলে ২০২২ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বর্জন করেছিল সম্প্রচারক প্রতিষ্ঠান এনবিসি এবং তারকারা।
তবে নিজেদের সংগঠনের মধ্যে নানা পরিবর্তন এনে এবং আরও বৃহত্তর সদস্যপদ সৃষ্টির মাধ্যমে এইচএফপিএ এবছর অনেক বড় বড় চলচ্চিত্র ও টিভি তারকাদের অনুষ্ঠানে যোগ দিতে রাজি করিয়েছে। উল্লেখ্য যে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মাধ্যমে বিজয়ী ও মনোনীতদের পক্ষে এক ধরনের প্রচারণা চালানো হয়, যা প্রায়ই অস্কারে তাদের সুযোগ বাড়িয়ে দেয়।
বিগত বছরগুলোতে যেভাবে অনুষ্ঠানটি আরম্ভ হয়ে থাকে, এবারও সেভাবেই হয়েছিল। শুধুমাত্র অনুষ্ঠানের হোস্ট, কমেডিয়ান জেরোড কারমাইকেল শো-এর শুরুতেই ঠাট্টা করে বলেন, "আমি আজ এখানে আসতে পেরেছি আমি কৃষ্ণাঙ্গ বলে।"
তিনি আরও বলেন, "ধরুন একদিন আপনি ঘরে বসে মিন্ট চা বানাচ্ছেন। পরদিন আপনার কাছে আমন্ত্রণ এলো শ্বেতাঙ্গদের একটি সংগঠনের কৃষ্ণাঙ্গ প্রতিনিধি হতে।" গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি কমকাস্ট কর্পোরেশনের এনবিসি নেটওয়ার্কে এবং পিকক-এ লাইভ সম্প্রচার করা হয়েছে।
এবছর গোল্ডেন গ্লোবসে প্রায় ২০০ সাংবাদিক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আরও অনেকে ভোট দিয়েছেন। এইচএফপিএ জানিয়েছে, এসব ভোটারদের প্রায় ৫২ শতাংশের মধ্যে জাতিগত বৈচিত্র্যতা রয়েছে এবং এদের মধ্যে ১০ শতাংশ ছিল কৃষ্ণাঙ্গ।