খাবার ছাড়া ৭ দিন বন্দি! নওয়াজের পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ স্ত্রীর
টানা এক সপ্তাহ ধরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবার। তাকে খেতে দেননি, বিছানায় শুতেও দেননি। এমনকি গোসল করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেননি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী।
একটি বক্তব্যে তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেন, "আমার ক্লায়েন্ট আলিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবটাই করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার পরিবার।"
"তারা আমার ক্লায়েন্টের নামে একটি ক্রিমিনাল কমপ্লেইন পর্যন্ত করেছেন। পুলিশকে দিয়ে ওনাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, রোজ হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রতিদিন সন্ধার পর তাকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে।"
একই সঙ্গে এই আইনজীবী জানান, "কোনো পুলিশ এগিয়ে আসেননি আমার ক্লায়েন্টের পাশে দাঁড়াতে। তার অধিকার রক্ষার জন্য কেউ তার পাশে ছিলেন না।"
"পুলিশ অফিসারদের সামনে যখন তার সঙ্গে অসভ্যতা করা হয় কেউ তার বিরোধিতা করেননি। নওয়াজউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে কেবল প্রশ্ন তোলা হয় সেটাই নয়, তাদের ছোট্ট ছেলেটির বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। আমার ক্লায়েন্ট তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় লিখিত অভিযোগ অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি," যোগ করেন তিনি।
অভিনেতা তো বটেই, পুলিশদের কাজ নিয়ে প্রশ্ন তোলার পর এই আইনজীবী আরও বলেন, "নওয়াজউদ্দিন ও তার পরিবার গত সাত দিন ধরে আমার ক্লায়েন্টকে কোনো খাবার দেয়নি, বিছানায় শুতে দেয়নি। এমনকি বাথরুমে পর্যন্ত যেতে দেয়নি।"
"আমার ক্লায়েন্টের আশপাশে সবসময় একাধিক পুরুষ বডিগার্ড মোতায়েন করে রাখতেন। সারা বাড়ি জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। বর্তমানে আমার ক্লায়েন্ট তার সন্তানকে নিয়ে আলাদা থাকছেন।"
এছাড়াও আইনজীবী জানান, "এত কিছুর পরও আমার ক্লায়েন্ট যাতে নওয়াজউদ্দিন বা তার পরিবারের বিরুদ্ধে কোনও কোর্ট কেস না করতে পারেন, আমি যাতে তার সই না নিতে পারি সেটার সবরকম চেষ্টা করা হয়। কিন্তু যতই হুমকি দেওয়া হোক আমি এবং আমার টিম আলিয়ার সই নিতে পেরেছি কোর্ট কেস করার জন্য। এখন কোর্টে তাদের নামে একাধিক মামলা দায়ের করা হয়েছে।"
সম্পত্তি বিষয়ক বিতর্ক নিয়ে আলিয়ার নামে গত সপ্তাহে পুলিশে অভিযোগ করেন নওয়াজউদ্দিনের মা। এরপরই আলিয়া দাবি করেন, অভিনেতা ও তার পরিবার তাকে হেনস্তা করেছে।
বর্তমানে অভিনেতার আন্ধেরির বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন আলিয়া। কিছুদিন আগেই পাসপোর্টের সমস্যার কারণে সন্তান ইয়ানি এবং শোরাকে নিয়ে দুবাই থেকে ফিরে আসেন তিনি।