অস্কারের সেরা অভিনেতা এবার ব্রেন্ডন ফ্রেজার
লস অ্যাঞ্জেলসে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে 'দ্য হোয়েল' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার।
কলিন ফ্যারেল, পল মেস্কাল, অস্টিন বাটলার ও বিল নাই-কে হারিয়ে এ খেতাব জিতলেন তিনি।
ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত এ সিনেমায় একজন স্থূলকায় শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন ফ্রেজার।
এ চরিত্রের জন্য এরমধ্যেই স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার খেতাব জিতেছেন ফ্রেজার। তাছাড়া, বাফটা ও গোল্ডেন গ্লোবসে পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন।
অস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন নব্বইয়ের দশকের খ্যাতিমান এ অভিনেতা।
মঞ্চে উঠেই তিনি বলেন, "তাহলে মাল্টিভার্স দেখতে এরকম!"
চলচ্চিত্রের পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কি এবং লেখক স্যামুয়েল হান্টারকে শ্রদ্ধা জানান ফ্রেজার। সেইসাথে ফিরে যান নিজের অভিনয়জীবনের শুরুর সময়টায়।
"আমি ৩০ বছর আগে এই কাজ শুরু করি। সবকিছু আমার কাছে সহজে আসেনি, কিন্তু আমার এমন কিছু সুবিধা ছিল যা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি সেগুলোকে গুরুত্ব দেইনি," বলেন তিনি।
নব্বইয়ের দশকে 'জর্জ অব দ্য জাঙ্গল' ও 'দ্য মামি'র মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান ব্রেন্ডন ফ্রেজার।