কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে জনি ডেপের নতুন ছবির প্রিমিয়ার
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আলোচিত মানহানি মামলার পর পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। একাধিক ছবি সাইন করার পাশাপাশি শিল্পী ও গায়ক হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করেছেন ডেপ। কনসার্টে গান গাওয়া থেকে শুরু করে অ্যালবাম প্রকাশ এবং নিজের আঁকা পোর্ট্রেট বিক্রি করা… সব মিলিয়ে বেশ রমরমা অবস্থা এখন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার।
এবার 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র কাছে এসেছে আরও একটি সুখবর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর রাতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে জনি ডেপ অভিনীত চলচ্চিত্র 'জ্যাঁ দো বাঘি'।
ফরাসি ভাষার এই চলচ্চিত্রে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই এর চরিত্রে অভিনয় করেছেন ডেপ। ইতিহাসনির্ভর এই চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে। ভ্যারাইটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিনেমার দৃশ্যপটে রয়েছে ফ্রান্সের ভার্সেই প্রাসাদের মতো কিছু ঐতিহাসিক স্থান।
ফরাসি চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন পরিচালিত এই সিনেমার গল্প রাজা পঞ্চদশ লুই য়ের সর্বশেষ উপপত্নী জ্যাঁ দো বাঘিকে কেন্দ্র করে। দরিদ্র ঘরে জন্ম নেওয়া জ্যাঁ দো বাঘি কিভাবে পঞ্চদশ লুইয়ের স্নেহের বন্ধনে বাঁধা পড়েন সেটিই দেখানো হবে ছবিতে। আগামী ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড একটি স্বনামধন্য পত্রিকার উপ-সম্পাদকীয়তে নিজেকে 'গৃহ-সহিংসতার শিকার' বলে দাবি করার পর হলিউডের ক্যান্সেল কালচারের শিকার হন ডেপ। তার হাত থেকে বড় বড় প্রজেক্ট ছুটে যায় এবং অনেক তারকা-পরিচালক-প্রযোজকেরা তাকে বর্জন করেন।
এরপর অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা করে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হন এবং জয়লাভ করেন ডেপ। এর ফলে হলিউডে নতুন করে ক্রেজ তৈরি হয় 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকাকে নিয়ে।