অস্কারে পারফর্ম করতে শতভাগ প্রস্তুত ছিলেন রাম চরণ, তবুও পারলেন না!
৯৫তম অস্কার অনুষ্ঠানে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে তেলেগু সিনেমা 'আরআরআর'-এর 'নাটু নাটু' গানটি। ছবির মূল দুই অভিনেতা রাম চরণ ও এনটিআর জুনিয়রসহ ছবির আরও কয়েকজন কলাকুশলীও অস্কারে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
প্রথমে কথা ছিল, অস্কারের মঞ্চেও 'নাটু নাটু' গানে লাইভ পারফর্ম করবেন রাম চরণ ও এনটিআর জুনিয়র। কিন্তু শেষ পর্যন্ত বাইরের নৃত্যশিল্পীরাই গানটিতে লাইভ পারফর্ম করেন।
কেন রাম চরণ ও এনটিআর জুনিয়রকে অস্কারের মঞ্চে নাচতে দেখা গেল না, তা নিয়ে বিতর্কও কম হয়নি। এবার জিও টিভি সূত্রে জানা গেল, রাম চরণ নিজেও খুবই আগ্রহী ছিলেন অস্কারে পারফর্ম করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়নি।
ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এ এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে 'আরআরআর' তারকা বলেন, "আমি পারফর্ম করার জন্য শতভাগ প্রস্তুত ছিলাম, ভেবেছিলাম ডাক আসবে…কিন্তু কেন হয়নি জানিনা। যাইহোক, এটা নিয়ে আর কথা না বলি। কারণ ওখানে যে দলটি পারফর্ম করেছে, তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, এমনকি আমাদের চেয়েও ভালো করেছে।"
রাম চরণ আরও বলেন, এখন সময় হচ্ছে কিছুদিন অপেক্ষা করা, অন্যদিকে মানুষ এই গানটিকে গ্রহণ করবে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতকে তুলে ধরবে। অভিনেতার ভাষ্যে, "আমার কাছে মনে হয়, এটা এখন আর আমাদের গান নেই, এটা এখন সমগ্র ভারতের গান। সাধারণ মানুষই আমাদেরকে সেই লাল গালিচায় পৌঁছাতে সাহায্য করেছে।"
রাম চরণ জানান, ছোটবেলা থেকেই তিনি অস্কারের ভক্ত এবং এই প্ল্যাটফর্ম থেকে যে ভালোবাসা পেয়েছেন, সেটাই তার পরম পাওয়া।
"আমি এই উদযাপনের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এ ধরনের ইভেন্ট আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি, তখন থেকেই আমি একাডেমি অ্যাওয়ার্ডসের ফ্যানবয়।"
প্রসঙ্গত, 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গানটির সুর করেছেন এমএম কিরাভানি এবং গেয়েছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। চলতি বছর লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কারের মঞ্চে এই গানটি লাইভ পারফর্ম করা হয়।