'লগন' মুক্তির ২২ বছর পর আবারও ভারতীয় ইন্ডাস্ট্রিতে র্যাচেল শেলি!
আমির খান অভিনীত বলিউডের সবচেয়ে বিখ্যাত একটি চলচ্চিত্র 'লগন'-এ এলিজাবেথ রাসেল এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন র্যাচেল শেলি। 'লগন' মুক্তি পাওয়ার ২২ বছর পর আবারও একটি ভারতীয় প্রোডাকশনে কাজ করতে চলেছেন এই ইংরেজ অভিনেত্রী।
'লগন' ছবিতে একজন ব্রিটিশ কর্মকর্তার বোন হিসেবে দেখানো হয়েছিল র্যাচেলকে। তিনি গ্রামবাসীকে ক্রিকেট খেলাটি শেখাতে আগ্রহী হন এবং একপর্যায়ে আমির খানের প্রেমে পড়েন।
কিন্তু 'লগন' এর পরে দীর্ঘদিন র্যাচেলকে কোনো ভারতীয় সিনেমায় কাজ করতে দেখা যায়নি। তবে হারিয়ে যাননি যে, তা আবারও জানান দিলেন। খুব শীঘ্রই তাকে দেখা যাবে 'কোহরা' নামের একটি সিরিজে প্রধান একটি চরিত্রে।
এই সিরিজে আরও অভিনয় করবেন বরুণ সবতি, সুবিন্দর ভিকি, বরুণ বাদোলা এবং হারলিন শেঠী। এনআরআই-এর একটি তদন্তকে কেন্দ্র করে এই ইনভেস্টিগেটিভ ড্রামার গল্প আবর্তিত হয়েছে।
সিরিজে র্যাচেলের অভিনয়ের প্রসঙ্গে এর নির্মাতা সুদীপ শর্মা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, চরিত্রের প্রয়োজনেই র্যাচেলকে নেওয়া হয়েছে কারণ তারা 'মুম্বাইয়ে কর্মরত কোনো শ্বেতাঙ্গ অভিনেত্রীকে' নিতে চাননি।
তাছাড়া, তিনি জানান র্যাচেলকে নেওয়ার আরও একটি কারণ হলো এই যে তিনি 'লগন'-এ কাজ করেছেন এবং এখানকার কাজের পরিবেশ সম্পর্কে তার ধারণা আছে। পশ্চিমে তার কাজের প্রশংসা করে সুদীপ শর্মা আরও বলেন, "র্যাচেল একজন চমৎকার অভিনেত্রী এবং এই চরিত্রে তিনি একদম জিগস পাজলের মতোই ফিট হয়ে গেছেন।
আশুতোষ গোয়ারিকরের রচনা ও পরিচালনায় 'লগন' মুক্তি পেয়েছিল ২০০১ সালে। সিনেমায় প্রধান নারী চরিত্রে ছিলেন গ্রেসি সিং। ছবিটি বেশ বড় বাজেটে নির্মাণ করা হয়েছিল এবং বক্স অফিসেও খুবই ব্যবসাসফল হয়েছিল। এই সিনেমার মাধ্যমেই ২০০২ সালে অস্কারে প্রথম আনুষ্ঠানিকভাবে পা রাখে ভারত। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় মনোনয়ন পেয়েছিল এটি, যদিও পুরস্কার জিততে পারেনি।