এরাজ ট্যুরের ৫০ ট্রাকচালকের প্রত্যেককে ১ লাখ ডলার বোনাস দিলেন টেইলর সুইফট!
একটি-দুটি নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। তাছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তাঁর মুকুট। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং অন্যতম ধনী পপ তারকা তিনি। তার নাম টেইলর অ্যালিসন সুইফট।
বর্তমানে নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর 'দ্য এরাজ ট্যুর' নিয়ে ব্যস্ত রয়েছেন গায়িকা। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর এবং শেষ হবে আগামী বছরের ১৭ আগস্ট। এরই মধ্যে পপ তারকাদের কনসার্ট ট্যুরের ইতিহাসের অন্যতম লাভজনক ট্যুরের তকমা পেয়েছে টেইলর সুইফটের 'দ্য এরাজ ট্যুর'। এমনকি সিয়াটলে তার কনসার্টে হাজার হাজার মানুষের তুমুল নাচগানের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্পও হয়েছে!
তবে ট্যুরের সাফল্যে নিজের সঙ্গীদের জন্যও ঢেলে খরচ করলেন 'লাভ স্টোরি' গায়িকা। বিভিন্ন শহরের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে সঙ্গীতের বাদ্যযন্ত্র, আনুষঙ্গিক এবং স্টেজ তৈরির সরঞ্জাম বয়ে নেওয়ার জন্য ট্রাক ব্যবহার করেন শিল্পীরা। কনসার্ট শেষে ট্রাকচালকদের বোনাসও দিয়ে থাকেন তারা। কিন্তু টেইলর সুইফট তার ট্যুরের ৫০ জন ট্রাকচালকের প্রত্যেককে ১ লাখ ডলার করে বোনাস দিয়েছেন!
গায়িকার এই বদান্যতায় মুগ্ধ এবং অবাক হয়ে গিয়েছেন কলোরাডো-ভিত্তিক 'শোমোশন' ট্রাকিং কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল শার্কেনবাখ। তিনি সিএনএনকে বলেন, এই ট্যুরে দুটি পরিবহন কোম্পানি ব্যবহার করা হয়েছে, তার মধ্যে শোমোশন একটি।
তিনি বলেন, "আমার কোম্পানি মঞ্চ ও কাঠামোর তৈরির সরঞ্জাম পরিবহনের কাজ করেছে।" যদিও তিনি জানাননি তার প্রতিষ্ঠানের কতজন কর্মী মোটা অংকের বোনাস পেয়েছেন; তবে তিনি জানান, ট্রাকিং ক্রুর মধ্যে সব মিলিয়ে প্রায় ৫০ জন এই বোনাস পেয়েছেন।
তার ভাষ্যে, টেইলরের এই বোনাস সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। "সাধারণত ৫০০০ থেকে ১০,০০০ ডলার তারা পেয়ে থাকেন বোনাস হিসেবে। কিন্তু টেইলর যা করেছেন তা অবিশ্বাস্য!" টেইলরের কাছ থেকে এই বোনাস পেয়ে আনন্দে অভিভূত ট্রাকচালকেরা।
শুধু ট্রাকচালকরাই নন, নিজের ব্যান্ডের সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী-সহ গোটাদলের প্রত্যেক সদস্যকেই কিছু না কিছু উপহার দিয়েছেন টেইলর।
এদিকে সঙ্গীত জগতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন টেইলর সুইফট। গত ৬০ বছরে টেইলরই প্রথম শিল্পী, যার চারটি অ্যালবাম একসঙ্গে জায়গা করে নিয়েছেন বিলবোর্ডের সেরা দশের তালিকায়।