পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার
অস্কারজয়ী ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন গত রোববার বাথরুমে পড়ে যেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটলে হাসপাতালে ভর্তি হয়ে জরুরী ভিত্তিতে অস্ত্রোপাচার করাতে হয় ৮৯ বছর বয়সী এই তারকার।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, বিশ শতকের সিনেমা ডিভা লরেনের শারীরিক অবস্থা সম্পর্কে এজেন্ট আন্দ্রেয়া জিউস্টি বলেন, "লরেনের হিপ ও উরুর বেশ কয়েকটি হাড়ে চিড় ধরেছে।"
আন্দ্রেয়া জিউস্টি অবশ্য বলেন, "খুব ভালোভাবে সার্জারি সম্পন্ন হয়েছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে।"
হাসপাতালে লরেনের পাশে রয়েছেন তার দুই ছেলে কার্লো এবং এডোয়ার্দো পন্টি। তার এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "সার্জারি বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন তার বিশ্রামের দরকার। সবকিছু ঠিক হয়ে যাবে।"
অন্যদিকে ইতালিয়ান পাবলিক ব্রডকাস্টার আরএআই এর রিপোর্টে বলা হয়, "আজ (মঙ্গলবার) এই অভিনেত্রীর নিজের সোফিয়া লরেন রেস্টুরেন্ট চেইনের নিউ বারি ব্রাঞ্চ উদ্বোধনের কথা ছিল। মিলান, ফ্লোরেন্স ও রোমের পর এটি ইতালিতে রেস্টুরেন্ট চেইটির চতুর্থ ব্রাঞ্চ।"
লরেনের জন্ম হয়েছিল নাপোলিতে; এক দরিদ্র পরিবারে। কিন্ত তিনি নিজের চেষ্টা ও দক্ষতা দিয়ে হলিউডের অন্যতম তারকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
১৯৫০ সালে মুক্তি পায় সোফিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র 'আই অ্যাম ক্যাপাটাজ'। পরবর্তী সময়ে 'সানফ্লাওয়ার', 'হাউসবোট', 'ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো', 'ম্যারেজ ইতালিয়ান স্টাইল', 'এল সিআইডি', 'দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার', 'ম্যান অব লা মাঞ্চা', 'দ্য কাসান্ড্রা ক্রসিং', 'এ স্পেশাল ডে'সহ অসংখ্য ছবি উপহার দিয়েছেন গুণী এ অভিনেত্রী।
১৯৬২ সালে ভিত্তোরিও ডি সিকার নির্মিত নব্য বাস্তববাদী ক্লাসিক সিনেমা 'টু উইমেন' এ অনবদ্য অভিনয়ের জন্য লরেন অস্কার লাভ করেন। মূলত যুদ্ধকালীন সময়ে ধর্ষণের স্বীকার এক মায়ের গল্পে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তিনিই প্রথম অভিনেত্রী যিনি ইংরেজি ভাষা ব্যতীত অন্য ভাষায় অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার লাভ করেন।
পরবর্তীতে ডি সিকা পরিচালিত 'ম্যারেজ ইটালিয়ান স্টাইল' ছবিতে অভিনয়ের জন্যও অস্কার মনোনয়ন পেয়েছিলেন লরেন। একইসাথে তিনি ১৯৯০ সালে ক্যারিয়ার সাকসেস হিসেবে অস্কার থেকে সম্মানজনক পুরস্কার লাভ করেন।
১৯৮০ সালে সোফিয়া লরেনের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল 'সোফিয়া লরেন: হার ওন স্টোরি' সিনেমা। সিনেমাটি সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছিল।
২০০৭ সালে তিনি স্বামী কার্লো পন্টিকে হারান। এরপর থেকে তিনি থাকছেন তার দুই ছেলে কার্লো পন্টি জুনিয়র ও এডওয়ার্ড পন্টির সঙ্গেই।
ক্যারিয়ারে মার্লন ব্র্যান্ডো, ফ্রাঙ্ক সিনাত্রা এবং ক্যারি গ্রান্টের মতো তারকার সাথে একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লরেনের। এছাড়া ইতালির তারকা অভিনেতা মার্সেলো মাস্ত্রোইয়ান্নির সঙ্গে স্মরণীয় ও সফল কয়েকটি সিনেমায়ও দেখা গেছে সোফিয়া লরেনকে।
২০২১ সালে ছেলে এডোয়ার্দোর নির্মিত সিনেমা 'দ্য লাইফ এহেইড' এ অভিনয় করেন লরেন। সেখানে তিনি হলোকাস্টে বেঁচে যাওয়া এক নারীর চরিত্র বেশ প্রশংসনীয়ভাবে ফুটিয়ে তুলেছেন।