১০০ বছর বয়সে মারা গেলেন মেরি পপিনসখ্যাত অভিনেত্রী গ্লিনিস জনস
মেরি পপিনসখ্যাত অভিনেত্রী গ্লিনিস জনস স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। তার ম্যানেজার মি. ক্লেম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
বিখ্যাত মেরি পপিনস চলচ্চিত্রে জনস মা উইনিফ্রেড ব্যাংকসের চরিত্রে অভিনয় করেছিলেন।
৬০ বছরেরও দীর্ঘ ক্যারিয়ারে ব্রিটিশ এই অভিনেত্রী কয়েক ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি একজন দক্ষ থিয়েটার পারফর্মার ছিলেন।
তার ম্যানেজার. ক্লেম বিবৃতিতে তার মৃত্যুকে 'হলিউডের জন্য শোকের দিন' বলে অভিহিত করেছেন।
জনস ১৯৬৪ সালের ক্লাসিক ডিজনি মিউজিক্যাল মেরি পপিনসে ডেম জুলি অ্যান্ড্রুজের বিপরীতে অভিনয় করেছিলেন। অস্কারের পাঁচটি শাখায় পুরস্কার জিতেছিল সিনেমাটি।
২৫ বছর ধরে তার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা ক্লেম বলেন, '১০০ বছর ধরে তিনি খুব উজ্জ্বলভাবে তার দ্যুতি ছড়িয়েছেন।'
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'জনস প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও অভিনয়ের প্রতি ভালবাসা দিয়ে তার জীবনকে চালিত করেছিলেন, যা আরও লাখ লাখ জীবনকে প্রভাবিত করেছিল।'
ক্লেম বলেন, 'আজ হলিউডের জন্য একটি বেদনাদায়ক দিন। আমরা শুধু আমাদের প্রিয় জনসের প্রয়াণে শোক প্রকাশ করছি না, আমরা হলিউডের স্বর্ণযুগের সমাপ্তিতেও শোক প্রকাশ করছি।'
জনস ১৯৭৩ সালে স্টিফেন সন্ডহেইমের ব্রডওয়ে মিউজিকাল এ লিটল নাইট মিউজিকে ডিজাইরি আর্মফেল্ড চরিত্রে অভিনয়ের জন্য টনি পুরস্কার জিতেছিলেন। এই চলচ্চিত্রে তিনি সেন্ড ইন দ্য ক্লাউনস গানটি গেয়েছিলেন। সন্ডহেইম গানটি বিশেষভাবে জনসের গাওয়ার জন্যই লিখেছিলেন।
নিউজ এজেন্সি অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে জনস বলেছিলেন, 'আমি সবসময় বলেছি, সেন্ড ইন দ্য ক্লাউনস আমার পাওয়া অন্যতম সেরা উপহার।'
গত বছরের অক্টোবরে নিজের ১০০তম জন্মদিনে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনস বলেন, 'আমি এর (অভিনয়ের) জন্য অনেক প্রশংসা পেয়েছি, কারণ আমি এটা করতে ভালোবাসি।'
গ্লিনিস জনস ১৯২৩ সালের ৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়েলশ অভিনেতা মারভিন জনস।
বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৪৮ সালে মারমেইড মিরান্ডা চরিত্রে। তার অভিনীত এই কমেডি চরিত্রটি যুক্তরাজ্যে রাতারাতি তাকে তারকা করে তোলে।
১৯৬০ সালে 'দ্য সানডনার্স' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন।
টেলিভিশনে তিনি ছিলেন একজন নিয়মিত মুখ। ১৯৬৩ সালে মার্কিন টেলিভিশনে তার নিজের সিটকমে অভিনয় করেন জনস। তার সর্বশেষ অভিনয় ছিল ১৯৯৯ সালে মলি শ্যানন ও উইল ফেরেল অভিনীত 'সুপারস্টার' চলচ্চিত্রে।
তার ম্যানেজার বিবিসি নিউজকে বলেছেন, 'তার শেষ বছরগুলো হলিউডের পাশের একটি বাড়িতে কাটিয়েছেন এবং সেখানেই তিনি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।'
গত অক্টোবরে তার ১০০তম জন্মদিনের আগে লেবার পার্টির এমপি ক্রিস ব্রায়ান্ট জনসকে ডেম বানানোর (এক ধরনের রাষ্ট্রীয় উপাধি) আহ্বান জানিয়েছিলেন।
বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি বলেন, 'খুবই দুঃখজনক। তিনি ছিলেন একজন মহান ব্রিটিশ অভিনেত্রী, তাকে ডেমহুড দেওয়া উচিত ছিল।'
জনসের নাতি থমাস ফোরউড ও তার পরিবারের সদস্যরা প্যারিসে বাস করেন।
তাকে যুক্তরাজ্যে তার বাবা অভিনেতা মারভিন জনসের পাশে সমাহিত করা হবে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি