সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ফের বিয়ে শোয়েব মালিকের!
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনা, গুঞ্জনের মাঝেই চমক! সব জল্পনায় নিজেই ইতি টানলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়ার হাত ছেড়ে ধরলেন পাক অভিনেত্রী সানা জাভেদের হাত। বিয়ে করলেন তাকে। শনিবার (২০ জানুয়ারি) সকালেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ফেসবুকে পোস্ট করলেন তাদের যুগল ছবি।
বহুদিন ধরেই জল্পনা চলছিল, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের মধ্যে কিছু ঠিক নেই। তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের চর্চার মাঝেই ফের বিয়ে সেরে ফেললেন শোয়েব মালিক। শনিবার সকালে তিনি নিজের বিয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
শনিবার শোয়েব মালিক এক্স (সাবেক টুইটার) এবং নিজের ফেরিফাইড ফেসবুক আইডিতে তাদের বিয়ের দুটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় তিনি পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। দুজনের পরনেই বিয়ের পোশাক। শোয়েবের পরনে সাদা শেরওয়ানি, ওড়না। অন্যদিকে সানা জাভেদের পরনে আইভরি রঙের লেহেঙ্গা, জড়োয়া গয়না।
শোয়েব মালিক এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আলহামদুলিল্লাহ, আমরা জুটি হিসেবেই তৈরি হয়েছি।'
উল্লেখ্য, ২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। তাদের একটি পুত্রসন্তানও আছে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই দুজনের বিবাহ বিচ্ছেদের চর্চা চলছে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল তারা আর একসঙ্গে নেই, তাদের বিচ্ছেদ আসন্ন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন সানিয়া, যা এই জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। অবশেষে সেই জল্পনায় ইতি পড়ল।
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের এটি দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে তিনি উমর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। অন্যদিকে এটি শোয়েব মালিকের তৃতীয় বিয়ে।