অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বলিউড তারকাদের ভিড়
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে জনপ্রিয় হিন্দু দেবতা রামের একটি বিশাল মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সোমবার একঝাঁক অভিনয়শিল্পী ও তারকা ভিড় করেছিলেন।
অমিতাভ বচ্চন, চিরঞ্জীবী, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মতো তারকারা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি ও রাজকুমার হিরানি, অভিনেতা আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত নেনে ও তার স্বামী শ্রীরাম নেনে এবং প্রযোজক মহাবীর জৈনও এদিন অযোধ্যায় ছিলেন।
দেশবাসীর উদ্দেশ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেওয়ার সময়ও অনেক তারকাকে তাদের আসনে বসে সেলফি তুলতে দেখা গেছে।
এছাড়া, হেমা মালিনী, রজনীকান্ত, পবন কল্যাণ, শঙ্কর মহাদেবন, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাই, শেফালি শাহ, বিপুল শাহ, রণদীপ হুদা, লিন লাইশরাম, আদিনাথ মঙ্গেশকর, অনু মালিক ও সোনু নিগম রবিবার মন্দির শহরে পৌঁছেছেন।
এদিন সকালে অযোধ্যা বিমানবন্দরে চার্টার্ড বিমান থেকে নামার ছবি তোলেন চিরঞ্জীবী। সঙ্গে ছিলেন স্ত্রী সুরেখা ও ছেলে 'আরআরআর' তারকা রাম চরণ।
'বড়ে মিয়া ছোটে মিয়া' ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার ও টাইগার শ্রফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
অক্ষয় কুমার ক্লিপটিতে বলেন, 'আমরা দুজনেই আপনাদেরকে জয় শ্রীরামের শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বজুড়ে ভগবান রামের সব ভক্তদের জন্য এটি একটি বড় দিন। শত শত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রামলালা অযোধ্যার এক বিশাল মন্দিরে তার বাসস্থানে ফিরে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এবং আপনাদেরর পরিবারের সদস্যদেরকে এই পবিত্র দিনে শুভেচ্ছা জানাই।'
টাইগার শ্রফ বলেন, এই দিনটিকে বাস্তবে পরিণত হতে দেখা একটি বড় বিষয়। 'আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি যখন শ্রী রামকে স্বাগত জানাতে আমরা প্রদীপ জ্বালাব।'
এই অভিনেতার বাবা জ্যাকি শ্রফ আজ 'প্রাণ প্রতিষ্ঠা'- অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
রবিবার অযোধ্যা পৌঁছে অনুপম খের বলেন, ধর্ম নির্বিশেষে দেশ আজ একজোট হয়েছে।
শনিবার অযোধ্যা পৌঁছে কঙ্গনা রানাওয়াত জানান, মনে হচ্ছে তাকে কোনো 'পৌরাণিক কালে' নিয়ে যাওয়া হয়েছে।
তিনি মন্দিরের জায়গা থেকে তার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন।
এই অভিনেত্রী আরও বলেন, 'এটি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। উন্নয়নের কথা বললে বলতেই হয়, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার উত্তরপ্রদেশকে পুরোপুরি বদলে দিয়েছে। শুধু উন্নয়নের দিক থেকেই নয়, আধ্যাত্মিকতার দিক থেকেও অযোধ্যা রোমের ভ্যাটিকান সিটির চেয়েও বিখ্যাত হয়ে উঠবে। আমাদের আইকন রামলালা গোটা বিশ্বকে পথ দেখাবেন।'
গায়ক কৈলাশ খের ও অভিনেতা বিবেক ওবেরয়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।