রবার্ট ডি নিরো বললেন, ৮০ বছর বয়সে বাবা হওয়াটা দুর্দান্ত
অভিনেতা রবার্ট ডি নিরো এএআরপি: দ্য ম্যাগাজিনকে একটি নতুন সাক্ষাৎকারে তাঁর শিশুকন্যাকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তিনি নিজেকে একজন ৮০ বছর বয়সী বাবা হিসেবে 'মহান' বলে বর্ণনা করেছেন। দুইবারের অস্কার বিজয়ী এই তারকা গত বছর ৭৯ বছর বয়সে তার সপ্তম সন্তানের জন্ম দেন।
পিপল ম্যাগাজিনের তথ্যমতে, গতবছরের এপ্রিলে রবার্ট ডি নিরো এবং টিফানি চেন দম্পতির কন্যা সন্তান জিয়ার জন্ম হয়। তার নাম রাখা হয় জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। এই অভিনেতা পরবর্তীতে গত বছরের মে মাসে সিবিএস মর্নিংস গিয়ারে মেয়ের প্রথম ছবি প্রকাশ করেছিলেন।
সাক্ষাৎকারে ডি নিরো বলেন, "আমি যে সব কিছু নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত, আমি তার (জিয়া) দিকে তাকালেই চলে যায়। এটি আসলেই বিস্ময়কর।"
তিনি আরো বলেন, "আপনার দিকে তাকানোর জন্য তার (জিয়া) খুব মিষ্টি ধরনের একটি উপায় আছে। যখন সে বড় হবে তখন তার সাথে আমার সম্পর্ক কোথায় যাবে আমি জানি না কিন্তু সে চিন্তা করছে এবং সবকিছু পর্যবেক্ষণ করছে ও দেখছে। এটা সত্যিই আকর্ষণীয়। আপনারা জানেন, আমি একজন ৮০ বছর বয়সী বাবা এবং এটি দুর্দান্ত। আমি যতদিন পারি তার পাশে থাকতে চাই এবং তার সাথে কাটানো সময় তাকে উপভোগ করতে চাই।"
পূর্ববর্তী সম্পর্ক থেকে ডি নিরোর আরও ছয় জন সন্তান রয়েছে। প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সাথে ড্রেনা ও রাফেল, প্রাক্তন স্ত্রী টোকি স্মিথের সাথে যমজ সন্তান জুলিয়ান ও অ্যারন এবং দ্বিতীয় স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সাথে এলিয়ট ও হেলেন গ্রেস।
অস্কারে ইতিহাস গড়লেন ডি নিরো
রবার্ট ডি নিরো তার 'কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন' সিনেমার পরিচালক মার্টিন স্কোরসেজি এবং প্রধান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোনের মতো অস্কার ২০২৪-এ ইতিহাস তৈরি করেছেন। ১৯৭৫ সালে (৪৯ বছর আগে) 'দ্য গডফাদার পার্ট ২'-এর পর তিনি ২০২৪ সালে সহ-অভিনেতা হিসেবে অস্কারের জন্য মনোনীত হয়ে দীর্ঘতম ব্যবধানে সহ-অভিনেতার মনোয়ন পাওয়ার রেকর্ড গড়েছেন।
স্টিভেন স্পিলবার্গকে ছাড়িয়ে মার্টিন স্কোরসেজি তার ১০ম অস্কার মনোনয়নের মধ্য দিয়ে সর্বাধিক মনোনীত জীবন্ত চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠেছেন। লিলি গ্ল্যাডস্টোন প্রথম নেটিভ আমেরিকান অভিনেত্রী হিসেবে অস্কারে মনোনীত হয়েছেন।