‘অমিতাভের পর ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সম্মান-ভালোবাসা পাই আমি’: ভোটের মাঠে দাবি কঙ্গনার
বর্তমানে ভারতে চলছে জাতীয় নির্বাচন। এক্ষেত্রে সম্প্রতি এক নির্বাচনী সভায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত দাবি করেছেন, সিনেমার জগতে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের মতো তিনি একই পরিমাণ ভালোবাসা এবং সম্মান পেয়ে এসেছেন।
এমন মন্তব্য সম্বলিত ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর হয়ে ভোটে লড়ছেন।
ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, "গোটা দেশ হয়রান... তা সে আমি রাজস্থানে যাই, বা আমি পশ্চিমবঙ্গে যাই, বা আমি দিল্লি যাই বা আমি মণিপুরে যাই, তখন মনে হয় যে সব জায়গায় আমার জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনজির পর ইন্ডাস্ট্রিতে যদি কেউ এমন ভালোবাসা ও সম্মান পান, সেটা আমি।"
কঙ্গনার ভিডিওটি ঘিরে নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে। একজন এক্স-এ লিখেছেন, "এবার নিজেকে বলবে মোদীর পরেই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি।" অপরজন লিখেছেন, "শাহরুখ-সলমনরা আজ সমুদ্রে গিয়ে ডুবে মরবে।"
কঙ্গনা রানাওয়াত ও অমিতাভ বচ্চন এখনও কোনও সিনেমায় একসাথে অভিনয় করেননি। তবে এই দুই তারকা ২০১৬ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 'তনু ওয়েডস মানু রিটার্নস'-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছিলেন কঙ্গনা। আর 'পিকু'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ।
কঙ্গনাকে আগামীতে দেখা যাবে 'ইমারজেন্সি' সিনেমায়। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। কঙ্গনা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে অনুপম খের, মিলিন্দ সোমান, মহিমা চৌধুরী, সতীশ কৌশিক ও শ্রেয়াস তালপাড়েকে।
বারবারই মোদী-প্রেমী কঙ্গনা। বিজেপি-র মতাদর্শ, হিন্দুত্ববাদের হয়ে কথা বলেন সর্বত্র। ছিলেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনেও। বিজেপির টিকিটেই হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন 'কুইন' খ্যাত এই অভিনেত্রী। একদম শেষ দফা, অর্থাৎ ৭ জুন ভোট হবে এই কেন্দ্রে। কঙ্গনার বিপক্ষে লড়ছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।