আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম
চলতি বছর নিউ ইয়র্কের 'মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট' এ বসেছে মেট গালার আসর। সেখানে নিজেকে বেশ চমকপ্রদভাবে তুলে ধরেছেন অভিনেত্রী আলিয়া ভাট।
গত সোমবার ঐ অনুষ্ঠানে ভারতীয় বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইনকৃত শাড়ি পরেছিলেন আলিয়া। অ্যাম্ব্রয়ডারি করা শাড়িটিতে বলিউড তারকাকে দেখে সকলে মুগ্ধ হয়েছেন। বেশিরভাগই একবাক্যে বলছেন, পোশাকটি শিল্প ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, শাড়িটি তৈরি করতে কাজ করেছেন প্রায় ১৬৩ জন কারিগর। এক্ষেত্রে তাদের মোট ১৯৬৫ ঘণ্টা ব্যয় হয়েছে।
গালায় স্টাইলিস্ট অনয়িতা শ্রফ আদাজানিয়া স্টাইলিং করেছেন। শাড়ি ড্রেপ করেছেন জনপ্রিয় ডলি জৈন। শাড়িতে রয়েছে ১৯২০-র সময়ের স্টোন, বিডস, ও ফ্রিঞ্জের কারুকাজ।
সব্যসাচীর ডিজাইনকৃত শাড়িটি ছিল সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারি কারুকাজ। শাড়ির ২৩ ফুট লম্বা আঁচল ছিল চোখে পড়ার মতো।
শাড়ির সঙ্গে মানানসই মেসি বান খোঁপা, ছোট ছোট ফুলের সাজ আর ভারী গয়না সন্ধ্যার অনুষ্ঠানে আলিয়াকে করে তোলে আরও মোহনীয়। শাড়িটি সম্পর্কে ভোগ-ম্যাগাজিনে এই অভিনেত্রী বলেন, "সব্যসাচী নতুন ও পুরোনো ফ্যাশনকে একত্রিত করার জন্য বিখ্যাত।"
অন্যদিকে শাড়িটি সম্পর্কে সব্যসাচী বলেন, "আমি ভারতের সিগনেচার পোশাক হিসেবে এই শাড়ি ডিজাইন করতে পেরে সম্মানিত। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত হচ্ছে।"
শাড়িটির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট। শাড়ির মতো আলিয়ার ব্লাউজটিও রাজকীয়। পিছনে বো-এর মতো নকশা করা ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ।
শাড়ি পরা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন আলিয়া। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আলিয়ার ছবিতে প্রশংসা করে লিখেছেন, 'রানি'; সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি।
অনুবাদ: মোঃ রাফিজ খান