'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুতে ব্যক্তিগত সহকারী ও দুই চিকিৎসকসহ পাঁচজন অভিযুক্ত
'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর জন্য দায়ী 'কেটামিন' মাদক সরবরাহের দায়ে দুই চিকিৎসক এবং একজন ব্যক্তিগত সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে মার্কিন অ্যাটর্নি মার্টিন এস্ত্রাদা বলেন, 'কেটামিন কুইন' নামে পরিচিত এক নারীসহ আসামিরা একটি মাদক নেটওয়ার্কের অংশ ছিল, যারা পেরি ও অন্যদের কাছে মাদক বিক্রি করত। আসামিরা ম্যাথিউ পেরির আসক্তির সুযোগ নিয়ে ফায়দা লুটেছে বলে জানান তিনি।
গত বছরের অক্টোবর মাসে আচমকাই মৃত্যুবরণ করেন 'ফ্রেন্ডস' সিরিজ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিং পুলেই অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতাকে। মেডিক্যাল রিপোর্টে থেকে জানা যায়, নিষিদ্ধ মাদক কেটামিনের ওভারডোজের কারণে মৃ্ত্যু হয় তার।
কেটামিন হলো হ্যালুসিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত একটি ড্রাগ। এটি অবৈধভাবে অচেতন করতে এবং বিনোদনমূলক হ্যালুসিনোজেনিক প্রভাবের জন্য অনেকে ব্যবহার করে থাকেন। অনেকক্ষেত্রে এই ড্রাগটি চিকিৎসকরা চেতনানাশক হিসেবেও ব্যবহার করেন। গবেষকরা মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্যও এই মাদক ব্যবহার করে থাকেন।
যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক অ্যান মিলগ্রাম বলেন, ২০২৩ সালের অক্টোবরে মৃত্যু হওয়া ম্যাথিউ পেরিকে কেটামিন সরবরাহের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সকল আসামিরা জড়িত।
কর্তৃপক্ষের মতে, 'কেটামিন কুইন' নামে পরিচিত জেসভিন সাংঘা উত্তর হলিউডে তার 'স্ট্যাশ হাউস' থেকে পেরির মৃত্যুর জন্য দায়ী কেটামিন ডোজ সরবরাহ করেছিল।
এছাড়া, চিকিৎসক ড. প্লাসেনসিয়ার বিরুদ্ধে ম্যাথিউ পেরির ব্যক্তিগত সহকারী কেনেথ ইওয়ামাসার (৫৯) কাছে কমপক্ষে সাতবার বৈধ চিকিৎসার উদ্দেশ্য ছাড়াই কেটামিন বিতরণ করার অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথি অনুসারে, ইওয়ামাসা স্বীকার করেছেন যে তিনি অভিনেতাকে মৃত্যুর দিন একাধিকবার কেটামিন ইনজেকশন দিয়েছিলেন। ইওয়ামাসা একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
প্লাসেনসিয়া ইওয়ামাসাকে কেটামিন কীভাবে পরিচালনা করতে হয় তা শিখিয়েছিলেন। কর্তৃপক্ষের আরও দাবি, ডাক্তার ব্যক্তিগতভাবে যথাযথ সুরক্ষা সরঞ্জাম ছাড়াই পেরিকে ড্রাগ ইনজেকশন দিয়েছিলেন। এরমধ্যে একবার পার্কিং লটে গাড়ির ভেতরে বসে কেটামিন ইনজেকশন দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
তবে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্ত জেসভিন সাংঘা (৪১) ও ড. সালভাদর প্লাসেনসিয়া (৪২)।
লস অ্যাঞ্জেলেস আদালতের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসামি পক্ষের অ্যাটর্নি স্টেফান স্যাকস বলেন, প্লাসেনসিয়া যথাযথ নিয়ম মেনেই পেরিকে কেটামিন প্রেসক্রাইব করেছিলেন এবং চিকিৎসার জন্য নিয়মিত তদারকি করেছিলেন। স্যাকসের দাবি, পেরিকে মেরে ফেলা ওষুধটি তার ক্লায়েন্ট সরবরাহ করেননি।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাসেন্সিয়া ড. মার্ক চ্যাভেজের (৫৪) কাছ থেকে কেটামিন সংগ্রহ করেছিলেন।
চ্যাভেজকে পাঠানো টেক্সট মেসেজে প্লাসেন্সিয়া পেরির জন্য ওষুধের মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা করে বলেন, 'এই বোকা কত টাকা দেবে তা ভাবছি'।
তদন্তে দেখা গেছে, আসামিরা সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত পেরির কাছে নগদ ৫৫ হাজার ডলারে প্রায় ২০টি কেটামিন ভায়াল বিক্রি করেছে।
আদালতের নথি অনুযায়ী, চ্যাভেজ প্লাসেন্সিয়াকে কেটামিন বিক্রির কথা স্বীকার করেছেন এবং একটি অভিযোগে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।
পঞ্চম অভিযুক্ত ব্যক্তি হলেন এরিক ফ্লেমিং (৫৪), যিনি স্বীকার করেছেন যে তিনি সাংঘার কাছ থেকে কেটামিন সংগ্রহ করেছিলেন এবং এটি ইওয়ামাসার কাছে পৌঁছে দিয়েছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরের একটি ময়নাতদন্তের টক্সিকোলজি পরীক্ষায় দেখা গেছে, পেরির দেহে কেটামিনের মাত্রা বিপজ্জনকভাবে উচ্চ ছিল, যা সাধারণত সার্জারির সময় পেশাদারদের দ্বারা পর্যবেক্ষণ করা অ্যানেস্থেসিয়ার রোগীদের মধ্যে পাওয়া যায়।
অন্য কারণগুলো ছিল ডুবে যাওয়া, করোনারি আর্টারি ডিজিজ এবং মাদকাসক্তি নিরাময় ওষুধ বুপ্রেনোরফিনের প্রভাব।
পেরি অবশ্য প্রকাশ্যে তার বহু বছরের মাদক ও অ্যালকোহল অপব্যবহারের কথা স্বীকার করেছিলেন। ১৯৯০-এর দশকের জনপ্রিয় টেলিভিশন সিটকম 'ফ্রেন্ডস'-এ অভিনয়ের সময়ও তিনি মাদক গ্রহণ করতেন।
ময়নাতদন্ত প্রতিবেদনে সাক্ষীদের সাক্ষাৎকার অনুযায়ী ম্যাথিউ পেরি হতাশা ও উদ্বেগের জন্য কেটামিন ইনফিউশন থেরাপি নিচ্ছিলেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন