এক লাখ টাকার মেহেদি, হাতে লিখলেন ভিকির নাম
কড়া নিরাপত্তার মধ্যে বিয়ে সেরেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তারপর থেকে অবশ্য নিজেরাই বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি দেখে বিয়ের সাজ থেকে মাথার খোঁপা— যাবতীয় খুঁটিনাটি নিয়ে চর্চা চলছে সব মহলে।
ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গা থেকে মাথার ওড়না, হাতের বিশেষভাবে তৈরি কলিরে থেকে গলার মঙ্গলসূত্র— আলোচনার বিষয় সবই। বাদ যায়নি হাতের মেহেদিও।
আগেই জানা গিয়েছিল, বিশেষভাবে মেহেদি তৈরি হচ্ছে ক্যাটরিনার জন্য। কোনও রকম রাসায়নিকবিহীন এই মেহেদি তৈরির দায়িত্বে ছিলেন রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা। তাদের পারিশ্রমিক নির্ধারিত হয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা। মেহেদির নমুনা আগেই পাঠানো হয়েছিল হবু কনেকে। তবে যে ব্যবসায়ী এই মেহেদি তৈরির দায়িত্ব নিয়েছিলেন, ভিকি-ক্যাটরিনার থেকে তিনি নাকি কোনও টাকা নিতে চাননি।
শুধু দাম নয়, মেহেদির নকশা নজর কেড়েছে সকলের। ক্যাটরিনা চেয়েছিলেন তার হাতের মেহেদির নকশা হোক একদম রাজস্থানি ঘরানার। ভিকির বিয়ের সাজও যেহেতু ওই অঞ্চলের রাজা-মহারাজাদের মতো ছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে একই ধরনের মেহেদির নকশা চেয়েছিলেন ক্যাটও।
জানা গিয়েছে, দু'হাতে নকশার মাঝেই তিনি লুকিয়ে রেখেছিলেন ভিকির নামও। স্বামীর নাম মেহেদির মধ্যে লুকিয়ে লেখা এবং স্বামীকেই সেই নাম খুঁজে বের করতে বলা- ভারতের অনেকগুলো প্রদেশেই বেশ প্রচলিত আচার। ক্যাটরিনা অবশ্য জন্মসূত্রে ব্রিটিশ। কিন্তু এই পরম্পরা তিনি বজায় রেখেছেন নিজের বিয়ের ক্ষেত্রেও।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা