সালমানকে রূঢ় এবং অবিবেচক ভেবেছিলাম: আমির
'আন্দাজ আপনা আপনা' ছবিতে আমির-সালমান জুটিতে মুগ্ধ হন দর্শক। কিন্তু সালমানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি আমিরের।
এক সাক্ষাৎকারে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন আমির নিজেই। ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, "সালমানের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুব খারাপ। তখন ওকে আমার একদমই ভাল লাগেনি। আমার ওকে খুবই রূঢ় এবং বিবেচনাহীন বলে মনে হয়েছিল।"
সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতার পর তার থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
তবে সময়ের সঙ্গে সালমানের প্রতি আমিরের এই ধারণা বদলায়। ২০০২ সালে যখন আমিরের বিবাহ বিচ্ছেদ ঘটে, তখন তার পাশে ছিলেন সালমানই।
জীবনের সেই কঠিন সময়ে 'ভাইজান'-এর সঙ্গে বন্ধুত্ব হয় আমিরের।
তিনি বলেন, "আমার জীবনের খুব খারাপ সময়ে সালমান বন্ধু হয়ে এসেছিল। আমার বিবাহ বিচ্ছেদ চলছিল তখন। আমরা দেখা করতাম, মদ্যপান করতাম। এভাবেই আমাদের বন্ধুত্বের শুরু। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে।"
শোনা যাচ্ছে, আমিরের 'লাল সিং চাড্ডা' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমানকে। পর্দায় ফের দু'জনকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকেরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা