এবার মিশরীয় ট্রাভেল এজেন্টকে নিজ হাতে লেখা চিরকুট পাঠালেন কিং খান
সিনেমার পর্দায় যেমন নিজের অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করে নেন, তেমনি ব্যক্তিগত জীবনেও নিত্যনতুন চমক দেখাতে ভোলেননা বলিউডের কিং খান। হ্যাঁ, শাহরুখ খানের কথাই বলছি, যিনি সম্প্রতি নিজের অটোগ্রাফ সম্বলিত ছবি ও নিজের হাতে লেখা চিরকুট লিখে পাঠিয়ে মুগ্ধ করেছেন এক ভারতীয় দম্পতি ও জনৈক মিশরীয় ট্রাভেল এজেন্টকে।
শুধুমাত্র শাহরুখ খানের দেশের নাগরিক বলে অশ্বিনী দেশপান্ডে নামের ভারতীয় অধ্যাপককে বিনা পয়সায় টিকিট করে দিয়েছিলেন ঐ মিশরীয় ট্রাভেল এজেন্ট। টুইটার জগতে কিছুদিন আগে এ নিয়ে তোলপাড়ও কম হয়নি।
এদিকে মিশরে থাকাকালীন নানা উপায়ে ঐ ট্রাভেল এজেন্টকে খুঁজে বের করেছিলেন অধ্যাপক অশ্বিনী ও তার স্বামী। তাই চলতি মাসে আরও একবার তাকে ধন্যবাদ জ্ঞাপন করে বার্তা পাঠান তারা। শুধু তাই নয়, কদিন আগেই ঐ মিশরীয় নাগরিকের সাথে সরাসরি দেখা হয় এই দম্পতির। তারা তাকে এই গল্প ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার খবর দেন এবং চেষ্টা করেন এই শাহরুখভক্তের একটি মনোবাসনাও পূরণ করার। কিন্তু সেটা কি?
অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী টুইটারে লেখেন, "অবশেষে আমরা সেই মিশরীয় ব্যক্তিটির সাথে দেখা করেছি, যিনি আমাদের সাহায্য করেছিলেন। তিনি জানিয়েছেন, তার মেয়ের জন্য শাহরুখ খানের অটোগ্রাফসহ একটি ছবি পেলে তিনি খুবই খুশি হবেন। রেড চিলিস এন্টারটেইনমেন্ট যদি এটা করতে পারেন তাহলে আমাকে ম্যাসেজ করুন প্লিজ।"
ছেলে আরিয়ানের মাদক-সংক্রান্ত বিতর্কের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় না হলেও, অশ্বিনীর এই টুইট কোনো না কোনোভাবে শাহরুখ খান এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের কাছে পৌঁছায়। আর সাথে সাথেই পদক্ষেপ নিতে দেরি করেননি বলিউডের এই শীর্ষ অভিনেতা।
মিশরীয় ওই ট্রাভেল এজেন্টের জন্য অটোগ্রাফসহ নিজের ৩টি ছবি এবং ছোট্ট বার্তা লিখে নিজের টিমকে দিয়ে পাঠিয়েছেন শাহরুখ খান। অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে ধন্যবাদ জানিয়ে এই খবর পোস্ট করেছেন অশ্বিনী।
কিং খানের পাঠানো চিরকুটে কি ছিল তা জানার জন্য নিশ্চয়ই পাঠকেরাও খুব আগ্রহী? মিশরীয় ওই এজেন্টকে তিনি লিখেছেন "আমার দেশের নাগরিকের সাথে সদয় আচরণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অনেক দয়ালু। পৃথিবীতে আপনার মতো ভালো মানুষের সংখ্যা বাড়তে থাকুক, এই প্রার্থনা করি। শাহরুখ খানের পক্ষ থেকে ভালোবাসা রইলো।"
সূত্র: গালফ নিউজ