২০ বছর কোনো রম-কমে ছিলেন না জুলিয়া, কিন্তু কেন?
হলিউডের 'প্রিটি ওম্যান' তিনি। একসময় ছিলেন সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। নটিং হিল, প্রিটি ওম্যান, মাই বেস্ট ফ্রেন্ড'স ওয়েডিং, মিস্টিক পিজ্জা, রানওয়ে ব্রাইড, আমেরিকা'স সুইটহার্টসের মতো একাধিক রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমায় অভিনয় করেছেন এই অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী। এই ঘরানার চলচ্চিত্রের সুবাদে পেয়েছেন তুমুল দর্শকপ্রিয়তাও। তবু গত ২০ বছরে আর কোনো রম-কমে তাকে দেখা যায়নি!
এবার ৫৪ বছর বয়সী অভিনেত্রী নিজেই কথা বলেছেন তার এই স্বেচ্ছাবিরতি প্রসঙ্গে। বলেছেন, তার ব্যক্তিগত জীবন আর সিনেমার স্ক্রিপ্ট দুটোই এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনকে জুলিয়া বলেন, "আমি যদি 'নটিং হিল' কিংবা 'মাই বেস্ট ফ্রেন্ড'স ওয়েডিং'-এর মতো স্ক্রিপ্ট পেতাম , তাহলে সে সিনেমা ফিরিয়ে দিতাম না। কিন্তু আমি আসলে তেমন কোনো চিত্রনাট্য পাচ্ছিলাম না।
পার্কারের 'টিকিট টু প্যারাডাইজ' এর স্ক্রিপ্ট দেখে অবশেষে আমার মনে হয়েছে যে, হ্যা, এটি করা যায়।"
উল্লেখ্য, এ বছরের ২১ অক্টোবর থিয়েটারে মুক্তির কথা রয়েছে জুলিয়া রবার্টস অভিনীত রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা 'টিকিট টু প্যারাডাইজ'। এর পরিচালনায় রয়েছেন ব্রিটিশ নির্মাতা অলিভার পার্কার। সিনেমায় জুলিয়ার সাথে জর্জ ক্লুনিকেও দেখা যাবে।
পাশাপাশি এ সময় জুলিয়া অগ্রাধিকার দিয়েছেন সংসার এবং সন্তানদেরও। গত ১৮ বছরে জুলিয়া তিন সন্তানের মা হয়েছেন। স্বামীর কাজের শিডিউল, বাচ্চাদের স্কুলের শিডিউল, তাদের ছুটিছাঁটা- সবদিক মিলিয়ে জুলিয়াকে নিতে হয়েছে সিনেমার সিদ্ধান্ত।
"এমন না যে, আমাকে এটি করতে হয়েছে বলে করা। বরং বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোয় এবং নিজেকে একজন হোমমেকার হিসেবে ভাবতে পেরে আমি গর্বিত", যোগ করেন তিনি।
জুলিয়া রবার্টসের আশা একদিন তিনি তার সন্তানদের বোঝাতে সক্ষম হবেন কীভাবে তিনি ক্যারিয়ার এবং পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন।
- সূত্র- মার্কা ডট কম