কান চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্বে দীপিকা
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এর আগেও আগুন ধরিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে এবার তিনি পেয়ে গেলেন নতুন দায়িত্ব। কানের বিচারকদের মধ্যে স্থান পেলেন, জুড়ি সদস্য হিসেবে উঠে এল দীপিকার নাম।
আগে সাধারণত রেড কার্পেটে কে এগিয়ে দীপিকা, না সোনম নাকি ঐশ্বরিয়া তা নিয়ে তর্ক বাধত। কিন্তু এবারে এদের সবাইকে ছাড়িয়ে নিজের মুকুটে নতুন পালক জুড়লেন অভিনেত্রী।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দীপিকা। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট ন'জন জুরি বা বিচারক রয়েছেন। যাদের একজন দীপিকা। আন্তর্জাতিক মঞ্চে দীপিকার জায়গা করে নেওয়া নিঃসন্দেহেই গোটা ভারতের কাছে সম্মানের। এর অন্য সদস্যরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার।
চলতি বছর ১৭ মে শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্য়াল। চলবে ২৮ মে পর্যন্ত। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট ও সদস্যদের নাম টুইটারে প্রকাশ করেছে। এ বছর উৎসবের সেরা পুরস্কার 'পাম দ'-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম দীপিকা। দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।