বিয়ে ভেঙেছে, বন্ধুত্ব নয়! করণের জন্মদিনে সাবেক স্ত্রীর সঙ্গে এলেন আমির
করণ জোহরের ৫০তম জন্মদিন ছিল গত বুধবার (২৫ মে)। জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেছিলেন করণ।
ক্যাটরিনা থেকে রণবীর, কারিনা থেকে কাজল—পার্টিতে উপস্থিত ছিল যেন পুরো বলিউড। তবে চমক দিলেন আমির খান।
করণের পার্টিতে আমির ঢোকেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সাথে।
গত বছর হঠাৎ যৌথভাবে এক ভিডিওতে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির-কিরণ। বলেছিলেন, বিয়ে ভাঙলেও তাদের বন্ধুত্বের সম্পর্ক থাকবে অটুট। সে সময় অনেকেই মন্তব্য করেন, এসব আসলে লোকদেখানো। বিচ্ছেদের পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা সম্ভব হবে না।
সে সব ধারণায় ইতি টেনে করণের পঞ্চাশতম জন্মদিনে আমির-কিরণ দেখা দিলেন যুগলে। না, তারা আবারও প্রেম করছেন বা নতুন করে বিয়ে করতে চলেছেন, এমন কোনও দাবিই নেই। বরং 'দঙ্গল' অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেম নিয়ে জল্পনা এখনও তুঙ্গে।
ফ্যানরাও আবার আমির এবং কিরণকে একসঙ্গে দেখে বেশ খুশি। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে আসায় কিরণের মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই; দুই তারকার এমন পদক্ষেপে 'ম্যাচিউরিটি' প্রকাশ পেয়েছে বলে মত তাদের অনুসারীদের।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা