‘সাংবাদিকতা মানে মানবাধিকার ক্ষুণ্ণ করা নয়’
আপনি যদি সাংবাদিক হন, অথবা যে কেউ, পরীক্ষা দিয়ে বের হওয়ার পর অপরিচিত কাউকে পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করার আগে তাকে জিজ্ঞাসা করুন, সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কি না। আগ্রহী না হলে তাকে বিরক্ত করা, জোর করে জানতে চাওয়া সে কেন কাঁদছে, তার পেছনে মাইক নিয়ে ছোটার চেষ্টা আসলেই হ্যারাসমেন্ট।
সম্প্রতি এক সাংবাদিক এক এসএসসি পরীক্ষার্থী কথা বলতে অনাগ্রহ প্রকাশ করার পরেও তাকে জোর করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিদ্রুপ করছেন পরীক্ষার্থীদের, কেউ কথা বলছেন এরকম প্রচেষ্টার যৌক্তিকতা নিয়ে।
হ্যাঁ, ওরা হয়তো পড়েনি। অথবা পড়লেও প্রথম পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট বা অনেকদিন পর এভাবে পরীক্ষার হলে বসার কারণেই হোক, পরীক্ষাটা দিতে পারেনি ঠিকভাবে। কিন্তু তাদের মুখের সামনে এভাবে ক্যামেরা বা মাইক ধরে রাখা বা টিভি ক্যামেরায় একটা মানুষকে 'বাবু, তুমি কাঁদতেছ কেন?' বলার অধিকার তো কারো নেই।
সাংবাদিকতা শেখার জন্য চাই প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে সাংবাদিকতা শেখার পাশাপাশি মানুষের ব্যক্তি অধিকার নিয়ে পড়াশোনা করাটা বাধ্যতামূলক। যে সাংবাদিকের কাজ ব্যক্তি অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা, যে মাধ্যমকে বলা হয় গণমাধ্যম, তাকে গণমানুষের অধিকার নষ্টের কাজে ব্যবহার করা না হোক।
যারা এই হ্যারাসমেন্টের পক্ষে, যারা বিদ্রুপ করছেন, মানুষের অধিকারের বিষয়টা শিখুন। যারা বলছেন পরীক্ষায় জবাব নিতে না পারা শিক্ষার্থীদের ব্যর্থতা, তার ব্যর্থতা নিয়ে তাকে মাথা ঘামাতে দিন। ১৬ বছরের শিক্ষার্থী মাইনর বা প্রাপ্তবয়স্ক না হলে তার এ বিষয় নিয়ে কথা বলার অধিকার তো তার পরিবারের বাইরের কারো নেই-ই, মাইনর না হলেও তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ভার তার। নিজের চরকার বাইরে তেল দেওয়ার অভ্যাসটা আমাদের জাতিগতভাবে বন্ধ করা প্রয়োজন।
যে মেয়েটা বলেছে, "ইউ হ্যাভ নো রাইট", তাকে স্যালুট!
পরিশিষ্ট : সাংবাদিকতা ১০১
---------------------
১০১.১ : রাস্তায় কেউ প্রেম করছে দেখলে, কাঁদছে দেখলে বা আপনার কাছে 'খবর' মনে হলে তার অনুমতি ছাড়া ছবি তুলবেন না।
১০১.২ : কারো সঙ্গে কথা বলার আগে তার অনুমতি নিন। কথা বলতে না পারলে, সে কোনো অন্যায় করেছে কি না, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, এ ব্যাপারে নিশ্চিত হোন। তারপর তাকে প্রশ্ন করতে আসুন। তবু মনে রাখতে হবে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি।
১০১.৩ : ধর্ষণের স্বীকার বা অন্যায়ের স্বীকার ভিকটিমের ছবি না ছেপে অপরাধীর ছবি দেওয়ার চেষ্টা করুন। (অবশ্যই ১০১.২ এর দিকে খেয়াল রেখে।)
১০১.৪ : কাউকে নিয়ে নিউজ করার সময় 'ঢাবিয়ান', 'ভিকি', 'আদিবাসি নারী' ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার পরিত্যাজ্য।
১০১.৫ : একটা খবর প্রকাশের আগে চিন্তা করুন, এক, আপনি নিরপেক্ষ ও যথাযথভাবে খবর সংগ্রহ করেছেন কি না। দুই, খবর প্রকাশের স্বার্থে নিরপরাধ কারও ক্ষতি করছেন কি না।
১০১.৬ : শতভাগ নিশ্চিত না হয়ে খবর প্রকাশ করবেন না।
১০১.৭ : আপনার কী মনে হয়, সে বিচার-বিবেচনা খবরে লিখতে যাবেন না।
এগুলো আমি কোথাও পড়ে বা কোর্স করে শিখিনি। তবে এর কিছু কিছু বিবিসি বা প্রথম আলোর নিয়মে সরাসরি লেখা আছে। আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, এগুলো আমার চেয়ে আরও ভালোভাবে আপনার জানা থাকার কথা।
সবচেয়ে বড় কথা, অন্যায়ের প্রতিবাদ বা অন্যায় ফাঁস করে দেওয়া আর অমানবিক কিছু করে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে সংবাদ বের করে আনা এক নয়। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার বা পরিবারের কারো সঙ্গে এমনটা হলে সহ্য করতে পারতেন তো?