দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো ‘কোভিড-বোঝাই’ বেলুন থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে, দাবি উত্তর কোরিয়ার
সীমান্তের ওপারে, দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো 'কোভিড-বোঝাই' বেলুন থেকে উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস! এমনই দাবি উত্তর কোরিয়ার।
প্রাদুর্ভাবের পর প্রথম দু-বছর কোনো করোনা সংক্রমণ হয়নি বলে দাবি করে এসেছে উত্তর কোরিয়া। কিন্তু এ বছরের ১২ মে দেশটি প্রথম করোনা সংক্রমণের কথা স্বীকার করে।
এ পর্যন্ত করোনায় মাত্র ৭৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া।
তবে সম্প্রতি দেশটিতে অনেক বেড়ে গেছে করোনা সংক্রমণের হার। আজ শুক্রবারই সেখানে করোনার উপসর্গসহ প্রায় সাড়ে ৪ হাজার মানুষের জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার জানায়, একজন ১৮ বছর বয়সি সৈন্য ও পাঁচ বছর বয়সি শিশু গত এপ্রিলে দেশের পূর্বাঞ্চলীয় কুমগাং কাউন্টিতে 'অপরিচিত জিনিস' স্পর্শ করার পর তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা করালে তারা করোনা পজিটিভ হয়।
কেসিএনএ আরও দাবি করে, ওই সৈনিক ও শিশুর সংস্পর্শে যারা এসেছে, তাদের অনেকেই জ্বরে আক্রান্ত হয়েছে। তাছাড়া ওই অঞ্চলে প্রথমবারের মতো অনেককে জ্বরে আক্রান্ত হতে দেখা গেছে।
উত্তর কোরিয়া ধারণা করছে, প্রথমবার করোনার জীবাণু সমেত বেলুনগুলো পাঠানো হয় পশ্চিমের গিম্পো অঞ্চলে, চলতি বছরের এপ্রিলে।
কেসিএনএ নাগরিকদের সতর্ক করে দিয়েছে, বিশেষ করে সীমান্ত এলাকায় বাতাসে ভেসে আসা কোনো জিনিস বা বেলুন যেন স্পর্শ করা না হয়।
প্রতিবেদনে সরাসরি দক্ষিণ কোরিয়ার নাম নেওয়া না হলেও ওসব অঞ্চলে সীমান্তের ওপার থেকে উত্তর কোরিয়ার একনায়কবিরোধীরা লিফলেট ও মানবিক সহায়তা পাঠায়।
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া থেকে বেলুনে করে উত্তর কোরিয়ায় করোনাভাইরাস প্রবেশ করার কোনো 'সুযোগ নেই'।
- সূত্র: গার্ডিয়ান