সংকট গভীর হচ্ছে শ্রীলঙ্কায়, পদত্যাগে কালক্ষেপণ করছেন গোতাবায়া
ক্রমশ বাড়ছে শ্রীলঙ্কার সংকট। এখনও পর্যন্ত ইস্তফা দেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে; যিনি শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে গিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, এখন মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পালাচ্ছেন তিনি। এদিকে বিক্ষোভের মধ্যে বুধবার মৃত্যু হয়েছে এক যুবকের। খবর হিন্দুস্তান টাইমসের।
গতকাল দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
কিন্তু তাতেও কাজ হয়নি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সেখানকার দখল নেয় বিক্ষোভকারীরা।
জরুরি অবস্থা অমান্য করে, টিয়ার গ্যাস সহ্য করেই জাতীয় পতাকা হাতে নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে বলে পরিবর্তীতে জানান শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি সামরিক বাহিনীকে 'শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার, তা করার' নির্দেশ দিয়েছেন।
তবে বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ করতে অস্বীকার করেছে শ্রীলংকান সেনা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হবে না।
প্রসঙ্গত, বিক্রমাসিংহের পদত্যাগও কিন্তু বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি।