পুতিন যে অসুস্থ, এর কোনো প্রমাণ নেই: সিআইএ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা খারাপ থাকার কোনো প্রমাণ নেই বলে আশ্বস্ত করেছেন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস।
৭০ বছর বয়সী পুতিনের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমে বেশ জল্পনার সৃষ্টি হয়। এমন খবরও প্রকাশিত হয় যে তিনি ক্যান্সারে ভুগছেন। এ তথ্যই এবার নাকচ করে দিলেন উইলিয়াম।
এ বিষয়ে কোনো প্রমাণ নেই উল্লেখ করে তিনি মজা করে বলেন, পুতিন আসলে 'বেশ সুস্থ'।
একই কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ফরাসি টিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন প্রতিদিন জনসমক্ষে উপস্থিত হন। কোনো বিবেকবান ব্যক্তি তার মধ্যে অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন না।
রাষ্ট্রপতি পুতিন নিয়মিতভাবে জনসমক্ষে উপস্থিত হন, এ কথা উল্লেখ করে তিনি ফরাসি টিভি টিএফওয়ান-কে বলেন, "আমার মনে হয় না বিবেকবান ব্যক্তিরা ওনার মধ্যে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন।"
"আপনি তাকে স্ক্রিনে দেখছেন, তার বক্তৃতা পড়ছেন, শুনছেন"
"আমি তাদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি যারা প্রতিদিনর তাকে দেখেও এ ধরনের গুজব ছড়াচ্ছে," বলেন তিনি।
আমেরিকার অনুমান অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে নিহতের সংখ্যা এ পর্যন্ত প্রায় ১৫ হাজার; আহত প্রায় ৪৫ হাজার।
- সূত্র: বিবিসি