নর্ড স্ট্রিম বন্ধ হয়ে যাওয়ার পর ইউক্রেন দিয়ে গ্যাস সরবরাহ করার কথা জানাল গ্যাজপ্রম
নর্ড স্ট্রিম-১ দিয়ে পূর্বপরিকল্পনামতো জার্মানিতে ফের গ্যাস সরবারহ না করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানাল, তারা শনিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেন দিয়ে ইউরোপে ৪২ দশমিক ৭ মিলিয়ন ঘনমিটার (এমসিএম) প্রাকৃতিক গ্যাস পাঠাবে।
শুক্রবার সুডজা এন্ট্রি পয়েন্ট দিয়ে গ্যাস প্রবাহ ছিল ৪১ দশমিক ৩ এমসিএম।
শনিবার এই পয়েন্ট দিয়ে গ্যাসের প্রবাহ সামান্য বেড়েছে। যদিও তা নর্ড স্ট্রিম বন্ধ করে দেওয়ার ক্ষতি পোষানোর জন্য যথেষ্ট নয়।
এর আগে রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন বন্ধ ছিল নর্ড স্ট্রিম-১। শনিবার থেকে এ পাইপলাইনে ফের গ্যাস সরবরাহ শুরুর কথা থাকলেও, তা শুরু করতে পারেনি রাশিয়া।
গাজপ্রম বলেছে, রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পাইপলাইনের একটি টারবাইন লিক হয়ে যাওয়ার কারণে গ্যাস সরবরাহ শুরু করা যায়নি।
এ পাইপলাইন কবে সারানো যাবে, তা এখনও জানা যায়নি।
নর্ড স্ট্রিম-১-এর টারবাইনগুলোকে পরিষেবা দেওয়া সিমেন্স এনার্জি বলেছে, এরকম লিকের কারণে পাইপলাইন বন্ধ থাকার কথা নয়।
সিমেন্স আরও বলেছে, যেখানে লিকটি আবিষ্কৃত হয়েছে, সেই পোর্টোভায়া কম্প্রেসার স্টেশনে নর্ড স্ট্রিম-১-এর কাজ চলমান রাখার জন্য বাড়তি টারবাইন রয়েছে।
- সূত্র: রয়টার্স