ইউক্রেনের আরও চারটি এলাকা যুক্ত হচ্ছে রাশিয়ায়, ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠান
ইউক্রেনের আরও চারটি জায়গাকে নিজেদের এলাকার মধ্য়ে সংযোজিত করার উদ্যোগ নিয়েছে রাশিয়া। শুক্রবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকার।
কিন্তু দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের সংযুক্তি নিয়ে রাশিয়ার এই উদ্যোগকে পুরোপুরি বেআইনি বলে আখ্যা দিচ্ছে ইউক্রেন।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, চারটি এলাকাকে রাশিয়ায় সংযোজিত করা হবে। ইউক্রেনে যখন এই প্রক্রিয়াটি চলবে তখন ক্রেমলিনে অনুষ্ঠানে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।
'রাশিয়ান ফেডারেশনে নতুন অঞ্চলের প্রবেশ' সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সভাপতিত্ব করবেন পুতিন।
পেসকভ জানিয়েছেন, আজ ক্রেমলিন প্রাসাদে নতুন এলাকা সংযোজন নিয়ে চুক্তিপত্র স্বাক্ষরের অনুষ্ঠান হবে।
এদিকে রাশিয়া দাবি করেছে, যে এলাকাগুলো সংযোজিত করা হচ্ছে সেখানকার সাধারণ মানুষ এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানিয়েছেন। তাদের সমর্থন রয়েছে এই উদ্যোগে।
তবে আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার এই উদ্যোগ ও এলাকা দখলের জন্য পরিচালিত এই ভোটাভুটিকে একেবারেই মানতে পারছে না। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বাইরবকের দাবি, ভয় দেখিয়ে, গান পয়েন্টে নিয়ে গিয়ে বাড়ি থেকে বা কাজের স্থল থেকে ইউক্রেনের মানুষকে বের করে এনে ভোট দেওয়ানো হয়েছে। কাঁচের ব্যালটবক্সে ভোট দেওয়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী।
তিনি আরো বলেন, যদি ইউক্রেনের ওই জায়গায় রাশিয়ার আধিপত্য থাকে তবে কোনো মানুষই নিরাপদ নন। কেউই মুক্ত নন।
এদিকে মস্কো বলছে, মানুষ স্বাধীনভাবে তাদের 'ঐতিহাসিক মাতৃভূমিতে' ফিরে যাওয়াকেই বেছে নিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার পূর্বের আক্রমণ এবং অনুরূপ ভোটের পর ক্রিমিয়া দখল করার আট বছর পরে নতুন চারটি অঞ্চল সংযুক্তি উপলক্ষ্যে গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট জর্জ হলে বিকেলে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান।