ক্রিমিয়া ব্রিজ হামলায় ৫ রুশসহ ৮ জনকে গ্রেপ্তার করল রাশিয়ার এফএসবি
ক্রিমিয়া সেতুতে বোমা হামলায় জড়িত সন্দেহে পাঁচ রাশিয়ান এবং তিন ইউক্রেনীয় ও আর্মেনীয়কে গ্রেপ্তার করেছে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। খবর রয়টার্সের।
এফএসবি জানিয়েছে পুরো আক্রমণটির পরিকল্পনা করেছিল ইউক্রেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর পরিচালক কিরিলো বুদানভ এই হামলার পরিকল্পনা করেন।
সোভিয়েত যুগের কেজিবির প্রধান উত্তরসূরি এফএসবি জানায়, 'ক্রিমিয়া ব্রিজে সন্ত্রাসী হামলার সংগঠকের ভূমিকায় ছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর ও এর প্রধান কিরিলো বুদানভ, সংস্থাটির কর্মচারী ও এজেন্টরা'।
শনিবারের এই হামলার অভিযোগ এখন পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, কিয়েভ এই হামলার পিছনে ছিল।
এফএসবি বলছে, বিস্ফোরক যন্ত্রটি কনস্ট্রাকশন পলিথিন ফিল্মের রোলে লুকোনো ছিল। ২২টি প্যালেটের মোট ওজন ছিল ২২.৭ টন। ইউক্রেন থেকে বুলগেরিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া হয়ে এগুলো রাশিয়ায় আনা হয়েছিল।
১৯ কিলোমিটার (১২ মাইল) দীর্ঘ সেতুটি ইউরোপের দীর্ঘতম সেতু। ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনাবাহিনীর জন্য ক্রিমিয়া সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ রুট।
ক্রিমিয়া ব্রিজ ব্যবহার করে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সামরিক সরঞ্জামাদি, গোলাবারুদ এবং সেনাবহর পাঠিয়ে থাকে।
রাশিয়ার ক্রিমিয়া দখলের চার বছর পর ২০১৮ সালে ভ্লাদিমির পুতিন এই সেতু চালু করেন।