তৃতীয় মেয়াদে চীনের সর্বোচ্চ ক্ষমতায় শি জিনপিং
তৃতীয়বারের মতো চীনের সর্বোচ্চ ক্ষমতায় বসলেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান ও চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে সিপিসি'র প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে উঠলেন তিনি। খবর রয়টার্সের।
চীনের বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, সিপিসি'র সপ্তাহব্যাপী ২০তম জাতীয় কংগ্রেস সম্মেলনে শনিবার (২২ অক্টোবর) শি জিনপিংকে আবারও দলের মূল নেতা হিসেবে অনুমোদন দেওয়া হয়। ফলে তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি।
আজ রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এর মঞ্চে ওঠার মাধ্যমে তার তৃতীয় মেয়াদের পাঁচ বছর আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ সময় সিপিসি'র নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির অন্য ছয়জন সদস্য পদমর্যাদার ক্রম অনুসারে শি জিনপিংয়ের সঙ্গে মঞ্চে ওঠেন।
সাংহাই কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং গ্রেট হল অফ পিপলের মঞ্চে প্রেসিডেন্ট শি'র পেছনে ছিলেন। এর অর্থ সম্ভবত আগামী মার্চে লি খোছিয়াং অবসরে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।
সাত সদস্যের স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, আগের কমিটির ঝাও লেজি এবং ওয়াং হুনিং, নতুনদের মধ্যে রয়েছেন চাই কুই, ডিং জুয়েশিয়াং এবং লি শি। স্থায়ী কমিটিতে অবশ্য লি কিয়াংও নতুন মুখ।
কমিটির সকলেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ ও অনুগত ব্যক্তি।