যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট পাঠালে তা রাশিয়ার জন্য ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তুতে পরিণত হবে: ক্রেমলিন
কিয়েভকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর অনুমোদন করলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের জন্য সেগুলো ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছে ক্রেমলিন। খবর আল জাজিরা'র।
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে ওয়াশিংটন। এ সপ্তাহেই এমন সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'অবশ্যই' প্যাট্রিয়ট রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তবে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট পাঠানো বিষয়ক গণমাধ্যমের অনিশ্চিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনি কোনো মন্তব্য করবেন না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয় প্যাট্রিয়টকে। প্যাট্রিয়ট যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ইত্যাদির বিরুদ্ধে ব্যবহার করা হয়।
প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারিতে রয়েছে একটি পাওয়ার ইউনিট; একটি কমান্ড স্টেশন; একটি রাডার ইউনিট ও অ্যান্টেনা এবং সর্বোচ্চ আটটি ট্রাক-মাউন্টেড লঞ্চার, যার প্রতিটিতে রয়েছে চারটি ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল। ক্ষেপণাস্ত্রটির পরিসীমা ৯৯ মাইল বা ১৬০ কিলোমিটার পর্যন্ত।
চলতি বছরের ফেব্রুয়ারিতে লড়াই শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। এরই পরিপ্রেক্ষিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে মার্কিন প্রশাসনের কাছে কয়েকমাস ধরে উন্নত ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ জানিয়ে আসছিল কিয়েভ।