নতুন একগুচ্ছ ৫ম প্রজন্মের সু-৫৭ স্টেলথ যুদ্ধবিমান পেল রাশিয়ান বিমানবাহিনী, মোট যোগ হবে ৭৬টি
নতুন এক ব্যাচ সুখোই সু-৫৭ যুদ্ধবিমান হাতে পেয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য ইউরেশিয়ান টাইমস-এর।
ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন (ইউএসি)-এর মালিকানাধীন কমসমোলস্ক-অন-আমার এভিয়েশন প্ল্যান্ট থেকে বুধবার (২৮ ডিসেম্বর) পঞ্চম প্রজন্মের এ স্টেলথ যুদ্ধবিমানগুলো গ্রহণ করে রাশিয়ান কর্তৃপক্ষ।
সু-৫৭'র পাশাপাশি কোম্পানিটি রাশিয়ান এরোস্পেস ফোর্সেস-এর জন্য নতুন এক ব্যাচ সু-৩৫ যুদ্ধবিমানও সরবরাহ করেছে।
ইউএসি'র সাধারণ ব্যবস্থাপক ইয়ুরি স্লিয়ুসার বলেন, রাশিয়ার বিমান বাহিনীর জন্য এ বছরের নির্ধারিত সু-৫৭ ও সু-৩৫ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে কর্পোরেশনটি।
এছাড়া আগামী বছর সরবরাহ করার জন্য বিমানের উৎপাদন ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।
২০২২ সালে সু-৫৭ যুদ্ধবিমানগুলোর ক্রমিক সরবরাহ শুরু হয়। ২০২৪ সালের শেষ নাগাদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২২টি এবং ২০২৮ সালে মোট ৭৬টি সু-৫৭ যুদ্ধবিমান থাকবে।
রস্টেক সিইও সার্গেই শেমেজভ জানিয়েছেন, সু-৫৭ উৎপাদন বৃদ্ধির জন্য কমসমোলস্ক-অন-আমার এভিয়েশন প্ল্যান্টের আধুনিকায়ন করা হচ্ছে।
সুখোই সু-৫৭
সুখোই ডিজাইন ব্যুরো ও রাশিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে পঞ্চম প্রজন্মের সুখোই সু-৫৭ মাল্টিরোল যুদ্ধবিমানের নকশা করেছে।
বিমানটি বানানো হয়েছে স্থল, সার্ফেস, ও আকাশের বিভিন্ন পাল্লার লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য।
এ বিমানটির রয়েছে কাটিং-এজ প্রযুক্তি, সুপারসনিক ক্রুজিং গতি, ইন্ট্রা-ফিউজালেজ অস্ত্রশস্ত্র, বেতার তরঙ্গ শোষণক্ষম প্রলেপ ইত্যাদি।
এটি রাশিয়ার প্রথম স্টেলথ যুদ্ধবিমান। বিভিন্ন ধরনের মিশন পরিচালনায় সক্ষম এ যুদ্ধবিমানে রয়েছে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
ভবিষ্যতে রাশিয়ার বিমানবাহিনীর চতুর্থ প্রজন্মের মিগ-২৭, সু-২৭ ইত্যাদি বিমানের স্থলাভিষিক্ত হবে সু-৫৭। এ যুদ্ধবিমানটির পাল্লা ১৫০০ কিলোমিটারের বেশি, যা সু-২৭'র তুলনায় দ্বিগুণ।
সমৃদ্ধ অ্যারোডায়নামিক্সের কল্যাণে আফটারবার্নার ছাড়াই মাক ২ গতি তুলতে পারে সু-৫৭। সাবসনিক স্পিডে এর পাল্লা ৩,৫০০ কিমি পর্যন্ত।
দুর্দান্ত ম্যানুভার করার ক্ষমতা ও সুপারসনিক ক্রুজ সক্ষমতার কারণে ডগফাইটে সু-৫৭ এগিয়ে থাকবে বলে ধারণা করা হয়।