ধনকুবের যারা সম্পদ খুইয়েছেন: আছেন সবচেয়ে ধনী ব্যক্তি, মডার্না ভ্যাকসিন টাইকুন...
যুক্তরাষ্ট্রের স্টকমার্কেট বেশ বাজে একটা সপ্তাহ কাটিয়েছে, যা প্রভাব ফেলেছে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের ওপর। ইউএস ফেডারেল রিজার্ভের মুদ্রাস্ফীতির ডেটা প্রকাশ হওয়ার পর গত শুক্রবার মার্কিন কোম্পানির স্টক মার্কেটে এই বছরের রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন স্টক ইনডেক্সগুলোর প্রধান তিনটিই গত সপ্তাহে নিচে নেমে গিয়েছে: এসঅ্যান্ডপি ২.৭%, ন্যাসডাক ৩.৪% এবং ডো ৩% পতন দেখেছে।
ল্যুই ভ্যুটনের শেয়ারের দাম কমে যাওয়ায় ফরাসি বিলাসি পণ্য উৎপাদনকারী বার্নার্ড আর্নল্টের সম্পদ গত সপ্তাহে ১৩.২ বিলিয়ন ডলার কমেছে, যদিও তিনি এখনো বিশ্বের শীর্ষ ধনীর মুকুট ধরে রেখেছেন। দুই নম্বরে থাকা এলন মাস্কের চেয়ে ১২ বিলিয়ন ডলার বেশি সম্পদ রয়েছে তার। এদিকে কয়েকজন ক্রেতাকে কম দামে পণ্য কেনার সংবাদ ছড়িয়ে পড়ার পর চীনা ইভি ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি সিএটিএল-এর শেয়ারের দাম পড়ে যাওয়ায় বিলিয়নেয়ার রবিন জেং হারিয়েছেন ৩.৪ বিলিয়ন ডলার। তবে সম্পদ হারানোর হারের দিক হিসাব করলে সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছে সম্ভবত মডার্না কোম্পানির সাথে যুক্ত থাকা বিলিয়নেয়াররা।
দেখে নেওয়া যাক ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা সপ্তাহে কারা কারা সম্পদ খুইয়েছেন।
১। বার্নার্ড আর্নল্ট
মোট সম্পদ: ২০৯.২ বিলিয়ন ডলার; সম্পদ হারিয়েছেন: ১৩.২ বিলিয়ন ডলার
দেশ: ফ্রান্স; সম্পদের উৎস: এলভিএমএইচ
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি গত সপ্তাহে সবচেয়ে বেশি সম্পদ হারানোদের একজন। শেয়ারমার্কেটে তার মালিকানাধীন ল্যুই ভ্যুটন কোম্পানির শেয়ারের দর ৫% নেমে গিয়েছে। গান লেখক এবং প্রোডিউসার ফারেল উইলিয়ামসকে ল্যুই ভ্যুটনের নতুন মেন'স ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে ঘোষণা করার পর এর আগের সপ্তাহে শেয়ারের দাম ২.২% বাড়লেও ফ্রান্সের সিএসি ইন্ডেক্সেও দাম কমে যাওয়ায় এত সম্পদ হারিয়েছেন তিনি।
২। রবিন জেং
মোট সম্পদ: ৩৩.৭ বিলিয়ন ডলার; সম্পদ হারিয়েছেন: ৩.৪ বিলিয়ন ডলার
দেশ: চীন; সম্পদের উৎস: সিএটিএল
ইলেক্ট্রিকাল ভেহিকেলের সবচেয়ে বড় ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পারেক্স টেকনোলজি লিমিটেড (সিএটিএল)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রবিন জেং-এর সম্পদ ৩.৪ বিলিয়ন কমে গিয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে উঠে আসে সিএটিএল কৌশলগত কারণে হুয়াওয়ে, লি অটো, নিও এবং জিকরের মতো বেশ কয়েকটি ভোক্তা প্রতিষ্ঠানকে কম দামে ইভি ব্যাটারি সরবরাহ করবে। সিএটিএল-এর সবচেয়ে বড় ভোক্তা টেসলাকে অবশ্য এ তালিকায় রাখা হয়নি, সম্ভবত এটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায়। এর ফলে সিএটিএল-এর শেয়ারের দাম ৩.৫% কমে যায়।
পশ্চিমা গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্যাসচালিত গাড়ি থেকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত হওয়ার দিএক মনোযোগ দিচ্ছেন। তবে এ কারণে তাদেরকে নির্ভর করতে হচ্ছে চীনে তৈরি গাড়ির ব্যাটারির ওপর। তবে ফোর্ড কয়েকদিন আগে ঘোষণা করেছে তারা সিএটিএল-এর সাথে একযোগে মিশিগানে একটি ইভি ব্যাটারি উৎপাদনকারী কারখানা স্থাপন করবে।
৩। দ্য মডার্না বিলিয়নেয়ারস
স্টিফেন বানসেল
মোট সম্পদ: ৪.৬ বিলিয়ন ডলার; সম্পদ হারিয়েছেন: ১.১ বিলিয়ন ডলার
দেশ: যুক্তরাষ্ট্র; সম্পদের উৎস: মডার্না
নুবার আফেয়ান
মোট সম্পদ: ১.৬ বিলিয়ন ডলার; সম্পদ হারিয়েছেন: ৪০০ মিলিয়ন ডলার
দেশ: যুক্তরাষ্ট্র; সম্পদের উৎস: মডার্না
রবার্ট ল্যাঙ্গার
মোট সম্পদ: ১.৬ বিলিয়ন ডলার; সম্পদ হারিয়েছেন: ৪০০ মিলিয়ন ডলার
দেশ: যুক্তরাষ্ট্র; সম্পদের উৎস: মডার্না
কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না গত বৃহস্পতিবার ২০২৩ সালে তাদের উৎপাদন সীমা কমপক্ষে ২ বিলিয়ন ডলার কমিয়ে আনার ঘোষণা দেয়। এরপরেই কোম্পানির শেয়ারের দাম ১৬.৪% কমে যায়, যার ফলে বানসেল ১.১ বিলিয়ন ডলার এবং আফেয়ান ও ল্যাঙ্গার ৪০০ মিলিয়ন ডলার হারায়। এই তিনজন মিলেই মডার্না প্রতিষ্ঠা করেছিলেন। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরিমাণ কমে যাওয়াসহ বিভিন্ন কারণে কোম্পানির মোট লাভ কমে যাওয়ায় অনেক বিনিয়গকারী এই কোম্পানিকে 'তেমন লাভজনক হবে না' বলে মনে করায় মডার্না কোম্পানিতে এই বিশা ধ্বস নামে। তবে মডার্না তাদের বিক্রি কমে যাওয়ার ক্ষতি পোষানোর জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প হিসেবে অনকোলজি থেরাপি এবং আরএসপি (রেসপিরেটরি সিঙ্কিশিয়াল ভাইরাস) ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা চালাচ্ছে।
সূত্র: ফোর্বস