৩৫ বছর পর নিজেদের অতিরিক্ত ৭,০০০ দ্বীপের সন্ধান পেল জাপান
নতুন করে নিজেদের দ্বীপের সংখ্যা গুনেছে জাপান। আর তাতে জানা গেছে, আগে যতগুলো দ্বীপ আছে বলে তারা মনে করেছিল, বাস্তবে দেশটিতে দ্বীপের সংখ্যা আরও ৭,০০০ বেশি। খবর সিএনএন-এর।
জিওস্পেসাল ইনফরমেশন অথোরিটি অব জাপান (জিএসআই) সম্প্রতি ডিজিটাল ম্যাপিং পদ্ধতিতে গণনা করে জেনেছে, জাপানি অঞ্চলে মোট দ্বীপের সংখ্যা ১৪,১২৫টি। এর আগে ১৯৮৭ সালে জাপানের কোস্ট গার্ড হিসেব করেছিল, দেশটিতে মোট দ্বীপ ৬,৮৫২টি।
তবে জিএসআই স্পষ্ট করে জানিয়েছে, দ্বীপের সংখ্যা হিসেবে বেড়ে গেলেও এতে জাপানের মোট ভূমির পরিমাণে কোনো পরিবর্তন হয়নি।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিস্তারিত তথ্যসমৃদ্ধ মানচিত্র ব্যবহার করে এ জরিপ চালিয়েছে জিএসআই।
সংস্থাটি জানিয়েছে, দ্বীপ গণনা বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মতৈক্য নেই। দ্বীপের আকার সম্পর্কে ৩৫ বছর আগে কোস্ট গার্ডের ব্যবহার করা মাপকাঠি ব্যবহার করেই নতুন জরিপটি পরিচালনা করেছে জিএসআই।
বর্তমান হিসাবে কমপক্ষে ১০০ মিটার পরিধির প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সকল দ্বীপকে রাখা হয়েছে।
জাপানের চারপাশে ঘিরে থাকা অনেক দ্বীপই বিভিন্ন ভৌগলিক দ্বন্দ্বের কেন্দ্রস্থল।
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ কুড়িল দ্বীপপুঞ্জের ওপর দাবি আছে জাপানের। দুই দেশের মধ্যে এ দ্বন্দ্ব সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সময় থেকে চলছে।
আবার, সেনকাকু দ্বীপ নিয়ে জাপান ও চীনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। পূর্ব চীন সাগরের এ দ্বীপ এখন জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে।