রাহুল গান্ধীর ঘটনার পর এবার বিজেপি নেত্রীর মোদি পদবি নিয়ে পুরনো টুইট ভাইরাল!
'মোদি' পদবি নিয়ে এক মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছেন গুজরাটের সুরাটের একটি আদালত কোর্ট। ২০১৯ সালের সেই মামলায় ২ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধী সাংসদ পদ খুইয়েছেন। আপাতত তিনি রয়েছেন ১ মাসের জামিনে। মোদি পদবী ঘিরে মন্তব্যে যখন রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে, তখন বিজেপির খুশবু সুন্দরের পুরনো একটি টুইটকে সামনে রেখে মানহানির মামলা নিয়ে পাল্টা বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। উল্লেখ্য, খুশবুর সেই পুরনো টুইটও ছিল মোদিকে কটাক্ষ করে।
হিন্দিতে লেখা তার টুইটের সারমর্ম দাঁড়ায়, 'সবখানেই মোদি, কিন্তু এটা কী? সবখানেই মোদি পদবির লোকেরা (কেন) দুর্নীতির সাথে জড়িত।'
উল্লেখ্য, দক্ষিণী অভিনেত্রী তথা নেত্রী খুশবু সুন্দর এককালে ছিলেন কংগ্রেসে। পরে দল পরিবর্তন করে তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে, বর্তমানে বিজেপির সদস্য হলেও কংগ্রেসে থাকাকালীন খুশবু মোদিকে কটাক্ষ করে একটি টুইট করেন। সেখানে একটি লাইনে মোদি পদবী নিয়ে ব্যাপক কটাক্ষ করেন। উল্লেখ্য, ওই টুইট ২০১৮ সালের। সেই সময় খুশবু ছিলেন কংগ্রেসের সদস্য। আর সেই টুইটকে সামনে রেখে কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের পাল্টা প্রশ্ন, 'মোদিজী আপনি কি খুশবু সুন্দরের বিরুদ্ধেও মানহানির মামলা করছেন আপনার কোনও শিষ্যের দ্বারা? এখন তো উনি বিজেপিরও সদস্য। দেখা যাক। ধন্যবাদ'।
এবিষয়ে খুশবুর বক্তব্য, কংগ্রেস মরিয়া হয়ে তার পুরোনো টুইট সামনে আনছে।
বার্তাসংস্থা পিটিআইকে তিনি বলেন, 'কংগ্রেস আমার পুরোনো টুইট খুঁজে সামনে আনছে, এতেই বোঝা যায় তারা কতোটা মরিয়া'।
'কংগ্রেসে থাকার সময় করা 'মোদি' টুইট নিয়ে আমি লজ্জিত নই। দলের (শীর্ষ) নেতাদের অনুসরণ করে আমি সেসময় দলীয় ভাষায় মন্তব্য করেছি '।