নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় আরো চারজন আহত হয়েছে বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। খবর আল জাজিরার
নাবলুসের স্থানীয় বাসিন্দারা আল-জাজিরাকে জানান, ছদ্মবেশধারী সদস্যসহ, ইসরায়েলি সেনাবাহিনীর বড় একটি টিম দিনের শুরুতেই নাবলুসে অভিযান চালায়। তারা একটি বাড়ি ঘিরে ফেলে এবং সেখানে অবস্থান করা ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে তাদের গুলি বিনিময় শুরু হয়।
রেড ক্রিসেন্টের ফিলিস্তিন শাখা জানিয়েছে, হামলায় আহত চার জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযানকালে ছোঁড়া টিয়ারগ্যাসের ভুক্তভোগী হয়েছে স্কুলগামী শিশুসহ অন্তত ১৫০ জন।
ইসরায়েলি সেনা গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, নিহতরা গত ৭ এপ্রিল জেরিকোতে এক হামলায় অংশ নেয়। তারা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় ব্রিটিশ-ইসরায়েলি দুই বোন রিনা এবং মাইয়া ডি। গাড়িতে থাকা তাদের মা লুসি-ও আহত হন, জখম গুরুতর হওয়ায় পরে তার মৃত্যু হয়।
অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক কর্তৃপক্ষ হামাস জানিয়েছে, আজ বৃহস্পতিবারের (৪ মে) হামলায় নিহতরা ছিলেন তাদের সশস্ত্র শাখার সদস্য। এরা হচ্ছেন - হাসান কাতনানি, মাউজ আল-মাসরি এবং ইব্রাহিম জাবের।
জেরিকোতে ওই হামলার দায় স্বীকার করা হয় হামাসের বিবৃতিতে। হামাস বলেছে, নিহত ইসরায়েলিরা ছিল জেরুজালেমের দক্ষিণে গড়ে তোলা ইফরাত নামক অবৈধ ইসরায়েলি বসতির অধিবাসী।
ইসরায়েল দখলীকৃত এলাকায় একের পর এক অবৈধ বসতি গড়ে তুলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস্তুচ্যুত করছে ফিলিস্তিনিদের। বর্তমানে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক ইসরায়েলি বসতি। প্রায় ৫ লাখ ইসরায়েলি এসব বসতিতে বসবাস করে। বসতিতে যাতায়াতের রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর জন্যও প্রতিনিয়ত ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে, নিহত সদস্যদের 'নাবলুস শহরের বীর প্রতিরোধ যোদ্ধা' বলে বর্ণনা করেছে হামাস।
বৃহস্পতিবারই নিহতদের জানাযা অনুষ্ঠিত হয়। তাদের হত্যার প্রতিবাদে নাবলুসে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
নাবলুস থেকে আল জাজিরার প্রতিবেদন নিদা ইব্রাহিম জানান, শহরে 'চরম উত্তেজনা' বিরাজ করছে। জানাযায় সমবেত জনতা পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে স্লোগান দিয়েছে।