গাজায় ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ২৭ জন নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের কয়েকজন নেতাসহ অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
এ হামলায় ৭০ জনের বেশি আহত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
ফিলিস্তিন ইসলামিক জিহাদ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের রকেট উৎক্ষেপণ ইউনিটের কমান্ডার আলি ঘালির মৃত্যু হয়েছে।
ইসরায়েলের হামলায় এর আগে ফিলিস্তিন ইসলামিক জিহাদের আরেক সিনিয়র কমান্ডার আবু দাক্কা মারা যান।
স্থানীয় সময় গত সোমবার রাতে গাজায় বিমান ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল। তারা ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি ইসরায়েলের।
এ হামলার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে হোয়াইট হাউস বলেছে, ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট থাকবে।
ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত টম নিডস বলেছেন, ইসরায়েলের 'নিজেকে রখার অধিকার আছে'। তবে তিনি ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনি নারী ও শিশুদের কথা উল্লেখ করেননি তার মন্তব্যে।
চলমান উত্তেজনা নিরসনে মিসর উদ্যোগ নিলেও সেটি এখনও সফল হয়নি।
উল্লেখ্য, ফিলিস্তিন ইসলামিক জিহাদ ১৯৮১ সালে মিসরে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের লক্ষ্য পশ্চিম তীর, গাজা ও অন্যান্য দখলকৃত এলাকায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।