ব্লিঙ্কেনের বেইজিং সফরের পরদিনই শি’কে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে 'স্বৈরশাসক' বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের একদিন পরই এ মন্তব্য করলেন বাইডেন।
এদিকে চীন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই সবচেয়ে খারাপ অবস্থায় আছে দুই দেশের সম্পর্ক।
মঙ্গলবার (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় একটি ফান্ডরেইজার অনুষ্ঠানে বাইডেন বলেন, চলতি বছরের শুরুতে মার্কিন আকাশে একটি সন্দেহভাজন চীনা 'গুপ্তচর বেলুন' দেখা যায়। বেলুনটি বিনষ্ট করে দেওয়ায় খুব বিব্রত হয়েছিলেন শি।
একদিকে যখন বাইডেন চীনের প্রেসিডেন্টকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন; তেমনি অন্যদিকে সোমবার ব্লিঙ্কেন বলেছিলেন, গুপ্তচর বেলুনের ওই 'অধ্যায়' নিয়ে আলোচনা বন্ধ করা উচিত।
তবে, মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে বিবেচিত শি জিনপিং সম্পর্কে বাইডেন কেন এমন মন্তব্য করলেন তা অস্পষ্ট।
বাইডেন আরো বলেন, "আমি বেলুনটা উড়িয়ে দেওয়াতে শি যে কারণে খুব বিরক্ত হয়েছিলেন তা হলো, তিনি আসলে জানতেন না যে বেলুনটা সেখানে চলে এসেছিল।"
"এটি স্বৈরশাসকদের জন্য বেশ বিব্রতকর একটি বিষয়। যখন তারা জানতে পারেন না যে কী ঘটছে। বেলুনটা যেখানে ছিল সেখানে এর যাওয়ার কথা ছিল না," বলেন তিনি।
বাইডেন আরো বলেন, চীনের 'আসল অর্থনৈতিক সংকট রয়েছে।'
শি যদিও বাইডেনের মন্তব্য নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবুও এ মন্তব্যের কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনার প্রচেষ্টা আরো জটিল হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, সোমবার (১৯ জুন) অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে সাক্ষাৎ শেষে শি বলেছিলেন, তাদের আলোচনায় 'অগ্রগতি' হয়েছে। তবে ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে সেটি তার বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায়নি।