'আর কখনই যুদ্ধে যাব না': পা হারানো ইউক্রেনীয় সেনা
রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত আহত হচ্ছেন বহু সেনা। তাদেরই একজন ৫২ বছর বয়সী ইউক্রেনীয় সেনা রুসলান প্রোএক্টর। সম্প্রতি যুদ্ধে নিজের পা হারিয়েছেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) দ্য ওয়াশিংটন পোস্টে আহত এই যোদ্ধার সাক্ষাতসহ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে যুদ্ধ নিয়ে সামগ্রিকভাবে হতাশা প্রকাশ করে রুসলান বলেন, "আর কখনই যুদ্ধে যাবো না।"
চলতি গ্রীষ্মে যুদ্ধক্ষেত্রে একটি রাশিয়ান মাইনের বিস্ফোরণে পা হারান রুসলান। এমতবস্থায় অন্য একজন সৈন্য তাকে বাঁচাতে যেয়ে আরেকটি মাইনে পা দিয়ে ফেলেন। ফলে পরবর্তী মাইনের বিস্ফোরণে তিনি আরও বেশি আহত হন।
রুসলান শুধু একাই নয়, বরং ধীরে ধীরে যুদ্ধ নিয়ে তারই মতো ক্ষোভ ও হতাশা ঝাড়ছেন অনেক ইউক্রেনীয় সেনা।
বর্তমানে রুসলান কিয়েভে চিকিৎসা নিচ্ছেন। ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে তাকে ফের মিলিটারিতে যুক্ত হওয়ায় প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে একসময়ে দেশের জন্য স্বেচ্ছায় যুদ্ধ করা এই সৈনিক প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুসলান বলেন, "তারা সকলকে যুদ্ধে নিয়ে আসছে এবং যথাযথ প্রস্তুতি ছাড়াই ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে পাঠিয়ে দিচ্ছে। আমি নিরুৎসাহিত মানুষের সাথে থাকতে চাই না।"
রুসলান ঠিক কোন ব্রিগেডের হয়ে যুদ্ধ করেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পূর্বে তার কোনো মিলিটারি অভিজ্ঞতা ছিল কি-না; সে সম্পর্কেও জানা যায়নি।
বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের ভেতরে রয়েছে। দেশটি মূলত রুশ দখলকৃত পূর্ব এবং দক্ষিণে অঞ্চল পুনরুদ্ধার করতে চাইছে।
তবে গার্ডিয়ানের রিপোর্ট মতে, অঞ্চল পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউক্রেনের পাঠানো ইউনিটগুলোর মধ্যে বেশিরভাগ ইউনিটই এমন সব ব্রিগেড থেকে পাঠানো হয়েছে যারা গত কয়েক মাস ধরে ন্যাটোভুক্ত দেশগুলিতে দ্রুত প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে।
ফলে দ্রুত প্রশিক্ষণপ্রাপ্ত এ ইউনিটগুলো যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না। ইউক্রেনের অভিজ্ঞ ইউনিটগুলোর তুলনায় অনভিজ্ঞ এই ইউনিটগুলো সেনারা ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের সাথে কথা বলেছেন বিখ্যাত মিলিটারি বিশ্লেষক মাইকেল কফম্যান। তিনি মনে করেন, ইউনিটগুলোর ব্যর্থতার পেছনে মুলত দায়ী অপর্যাপ্ত প্রশিক্ষণ।
মাইকেল কফম্যান বলেন, "অল্প প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা ইউনিট একটি সুসজ্জিত প্রতিরক্ষার বিরুদ্ধে প্রথমবার যুদ্ধে ভালো ফলাফল করবে; এমনটা আশা করার ন্যায্য কারণ নেই।"
চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পশ্চিমা প্রশিক্ষণপ্রাপ্ত বহু ইউক্রেনীয় ব্রিগেডই বর্তমানে যুক্তরাষ্ট্র কর্তৃক পরামর্শকৃত যুদ্ধ কৌশল বাতিলের উদ্যোগ নিয়েছে। কেননা যুদ্ধে সেসব কৌশল কার্যকরী ফলাফল আনতে পারছে না।
সর্বোপরি ইউক্রেন জটিল পশ্চিমা-সামরিক কৌশল ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করার কৌশল থেকে সরে এসেছে। এর পরিবর্তে বেশিরভাগ ইউক্রেনীয় সেনা সদস্য বর্তমানে আর্টিলারি এবং মিসাইল ব্যারেজ ব্যবহার করে যুদ্ধ করেছে।