কিম উপহার দিলেন রাইফেল, আর পুতিন রাইফেলের সঙ্গে স্পেস গ্লাভস
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জিম জং উন পরস্পরকে রাইফেল উপহার দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার এক স্পেস সেন্টারে এ উপহার দেওয়া-নেওয়া হয়।
তাছাড়া কিমকে নভোচারীদের স্পেসসুটের একটি গ্লাভসও উপহার দিয়েছেন পুতিন।
নিজের বুলেটপ্রুফ সাঁজোয়া ট্রেনে চেপে বুধবার পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া পৌঁছেন কিম জং উন। রাশিয়ার দূর প্রাচ্যের আমুর এলাকায় ভস্তোকনি কসমোড্রোমে দেখা করেন দুই নেতা।
দুই রাষ্ট্রনেতা কোনো উপহার বিনিময় করেছেন কি না, জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিমকে রাশিয়ায় তৈরি একটি উচ্চমানের রাইফেল ও একটি স্পেসসুটের গ্লাভস উপহার দিয়েছেন। ওই স্পেসসুটটি 'কয়েকবার মহাকাশ ভ্রমণ করেছে' বলে জানান পেসকভ।
পেসকভ জানান, পুতিনকে অন্যান্য উপহারের সঙ্গে উত্তর কোরিয়ায় তৈরি একটি বন্দুক উপহার দিয়েছেন কিম।
তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট '[কিমকে] আমাদের তৈরি করা সেরা মানের একটি রাইফেল দিয়েছেন। বিনিময়ে তিনিও একটি উত্তর কোরিয়ান রাইফেল পেয়েছেন।'
ভ্রমণ ও শিকারের শখ রয়েছে পুতিনের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাওয়ার অনেক ছবি বিভিন্ন সময় প্রকাশ করেছেন তিনি।
মস্কো বৃহস্পতিবার আরও নিশ্চিত করেছে যে, কিমের উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ 'কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছেন' পুতিন।
পেসকভ জানিয়েছেন, মস্কো প্রথমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পিয়ংইয়ংয়ে পাঠানোর জন্য 'দ্রুত প্রস্তুতি' নেবে। তারপর পুতিনের উত্তর কোরিয়া সফরের আয়োজন করা হবে। লাভরভকে অক্টোবরে পিয়ংইয়ংয়ে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ায় এটি পুতিনের দ্বিতীয় সফর হবে। সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে তিনি কিমের প্রয়াত পিতা কিম জন-ইলের সঙ্গে দেখা করেছিলেন। কিম সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালে।
বুধবার কিমের সঙ্গে দেখা করে মস্কো ফিরে এসেছেন পুতিন। তবে কিম আরও কয়েকদিন রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এজেন্সি জানায়, শুক্রবার কিম রাশিয়ার দূরপ্রাচ্যের শহর কমসোমলস্ক-অন-আমুরে পৌঁছেন কিম। এ শহরে রুশ যুদ্ধবিমান উৎপাদনের কারখানা রয়েছে।
আমুরে কিমকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তারপর তাকে কমসোমলস্ক-অন-আমুর এয়ারক্রাফট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। এখানে সু-৩৫ ও সু-৫৭-সহ রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান উৎপাদন হয়।
পুতিন এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলেছিলেন, কিম ভ্লাদিভস্তকেও যাবেন।
উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পুতিনের সঙ্গে কিমের সাক্ষাৎকে 'ঐতিহাসিক' আখ্যা দেওয়া হয়েছে।