‘তোমাদেরই ব্যর্থতার প্রতিফলন’: হামাস-ইসরায়েল সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দুষলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত হঠাৎ করেই এমন মারাত্নক রূপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে ব্যর্থ মার্কিন নীতির জ্বলন্ত উদাহরণ এ ঘটনা।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) রাশিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া' আল-সুদানির সাথে এক বৈঠককালে এ মন্তব্য করেন তিনি।
এসময় পুতিন বলেন, ওয়াশিংটন এ অঞ্চলের সমস্যার নিষ্পত্তিকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। 'মধ্যপ্রাচ্যে এটি যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যর্থতার স্পষ্ট উদাহরণ, আমি মনে করি সেবিষয়ে অনেকেই আমার সাথে একমত হবেন।'
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, চলমান সংঘাত নিষ্পত্তির জন্য মস্কো ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মস্কোতে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের পূর্ব ঘোষিত সফর সম্পর্কে পেশকভ বলেন, যুদ্ধের আগে এ সফর পরিকল্পনা করা হয়েছিল, উদ্ভূত পরিস্থিতির কারণে মস্কো পরে এর চূড়ান্ত তারিখ জানাবে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তির জন্য সবচেয়ে 'নির্ভরযোগ্য সমাধান' হবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। এরপরেই পেশকভ এ কথা জানান।