বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের সামিল: ইসরায়েল সরকারের নিন্দায় বার্নি স্যান্ডার্স
গাজা উপত্যকা অবরোধের জন্য ইসরায়েলি সরকারের নিন্দা করে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।
নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, "বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু্তে পরিণত করা একটি যুদ্ধাপরাধ, তা যে-ই করুক না কেন। গাজাকে খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী হতে বঞ্চিত রাখা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি কেবলই নিরপরাধ বেসামরিকদের ক্ষতি বয়ে আনবে।"
"হামাসের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সংহতি ও সমর্থনের প্রস্তাব দিয়েছে। কিন্তু জাতিসংঘের সহায়তা যেন নিশ্চিত হয়, সেদিকেও আমাদের নজর দিতে হবে", বলেন স্যান্ডার্স।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা ১২০০ জনে পৌঁছেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।