ওয়াগনারের সাবেক যোদ্ধাদের আবারও যুদ্ধে ফেরত আনার উদ্যোগ রাশিয়ার
রাশিয়ার সশস্ত্র বাহিনী ওয়াগনারের সাবেক যোদ্ধাদের আবারও ইউক্রেনযুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। সাবেক যোদ্ধা ও সামরিক বিষয়ক ব্লগারদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
পূর্ব ইউক্রেনে ওয়াগনারের হয়ে যুদ্ধ করা সাবেক দুই রুশ কারাবন্দি জানান, সম্প্রতি তারা নতুন সামরিক চুক্তির প্রস্তাব দেওয়া ফোনকল ও ক্ষুদেবার্তা পেয়েছেন। এ ধরনের প্রস্তাবের কথা রুশ সামরিক ব্লগারেরাও জানিয়েছেন। এছাড়া আরও তিন সামরিক ওয়াগনার যোদ্ধা জানিয়েছেন, তাদেরকে রাশিয়ার সামরিকায়ণ করা ন্যাশনাল গার্ড রসগভার্দিয়ায় যোগ দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে।
রসগভার্দিয়ার নেতৃত্ব দিচ্ছেন পুতিনের সাবেক একজন দেহরক্ষী ভিক্টর জলোতভ। একজন সাবেক ওয়াগনার যোদ্ধার পাওয়া ক্ষুদেবার্তায় লেখা হয়, 'ওয়াগনার আনুষ্ঠানিকভাবে রসগভার্দিয়ার একটি ইউনিট হচ্ছে। সামগ্রিক গঠন, কার্যপদ্ধিত ও কামান্ডারেরা আগের মতোই থাকবেন।'
যদিও এ বার্তাগুলোর সত্যতা দ্য নিউ ইয়র্ক টাইমস যাচাই করতে পারেনি, কিন্তু এগুলো এমন এক সময়ে দেখা গেল যখন রসগভার্দিয়াকে ওয়াগনারের সফল উত্তরসূরী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।
ওয়াগনার বাহিনীর বড় অংশ গড়ে উঠেছিল যুদ্ধের বিনিময়ে ক্ষমার প্রস্তাব পাওয়া কারাভোগকারী আসামিদের নিয়ে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিচালনায় বড় ভূমিকা রেখেছিল বাহিনীটি। পূর্ব ইউক্রেনের বাখমুত দখল করেছিল ওয়াগনার যোদ্ধারা, যা এ লড়াইয়ে রুশপক্ষের অন্যতম বড় সাফল্য।
কিন্তু ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি ভি. প্রিগোজিন ও রাশিয়ার সামরিক বাহিনীর উচ্চপদস্থ নেতাদের মধ্যকার দ্বন্দ্ব ক্রমশ চরমে ওঠে। জুনে প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করে মস্কোর দিকে সেনাদের মার্চ করাতে শুরু করেন।
বিদ্রোহের পর প্রিগোজিন ওয়াগনারের অনেক যোদ্ধাকে প্রতিবেশী বেলারুশে পাঠিয়ে দেন। কিন্তু তিনি নিজে ব্যবসায়িক কারণে রাশিয়ার অভ্যন্তরে যাতায়াত বজায় রেখেছিলেন। এরপর আগস্ট মাসে মধ্য রাশিয়ায় এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তিনি ও তার কাছের কয়েকজন কমান্ডার নিহত হন।
পশ্চিমা গোয়েন্দারা বিষয়টিকে গুপ্তহত্যা বললেও, বলা বাহুল্য, ক্রেমলিন এ ঘটনার সঙ্গে কোনো প্রকার সংযুক্তির কথা স্বীকার করেনি।
প্রিগোজিনের পতনে অন্যতম সুবিধাভোগীদের একজন হিসেকে ভিক্টর জলোতভকে বিবেচনা করা হয়। যুদ্ধের আগে রসগভার্দিয়া রাশিয়ার অভ্যন্তরে ছোটখাটো নিরাপত্তাজনিত দায়িত্ব পালন করলেও যুদ্ধের পর এটি ইউক্রেনের দখলিকৃত এলাকায় অবস্থানের সুযোগ পায়।
ওয়াগনারের বিদ্রোহের পরেই জলোতভ ঘোষণা দিয়েছিলেন তার বাহিনী ভারী অস্ত্রশস্ত্র পাবে — সে ধরনের ভারী অস্ত্র যা একসময় ক্রেমলিনের পছন্দের পাত্র প্রিগোজিন ওয়াগনারের জন্য পেতেন।
রসগভার্দিয়ার আঞ্চলিক একজন কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, সম্প্রতি ওয়াগনারের হয়ে লড়া সাবেক দণ্ডভোগীদের জন্য আলাদা একটি বিশেষ ব্রিগেড তৈরি করেছে রসগভার্দিয়া।
ওয়াগনারের কিছু সাবেক সদস্য রসগভার্দিয়ার চেচনিয়াভিত্তিক আখমাত ট্যাকটিক্যাল ইউনিটে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে এ মাসের শুরুতে প্রচারিত একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে দেখা গেছে, যাদেরকে সাবেক ওয়াগনার সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা এক ব্যক্তি জানান, রাশিয়ান সেনাবাহিনীও ওয়াগনারের সাবেক যোদ্ধাদের নতুন করে ইউক্রেনযুদ্ধে যেতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে।