জিম্মিদের হাসপাতালে নেওয়ার ভিডিও, হামাস বলছে তাদের চিকিৎসা করানো হয়
গত ৭ অক্টোবরে ইসরায়েলে অভিযান চালিয়ে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। ওইদিনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ভিডিওতে কিছু জিম্মিকে উত্তর গাজার আল-শিফা হাসপাতাল হয়ে নিয়ে যেতে দেখা গেছে হামাস সদস্যদের– এ দাবি করে ইসরায়েল বলেছে, এতে প্রমাণিত হয়– হাসপাতালকে 'হত্যাযজ্ঞ চালানোর দিন একটি সন্ত্রাসী ঘাঁটি হিসেবে' ব্যবহার করা হয়।
গতকাল রোববার প্রকাশিত ওই ভিডিওর প্রতিক্রিয়ায় সোমবার হামাস জানিয়েছে, ভিডিওটি বানোয়াট নয়। ওইদিন ইসরায়েলি বিমান হামলায় আহত কিছু জিম্মিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।
হামাসের রাজনৈতিক শাখার একজন সদস্য বলেন, 'বন্দিদের যত্ন করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার ঘটনা– আমাদের পক্ষেই কাজ করে।'
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ ভিডিও কোথায় ধারণ করা হয়েছে, এবং সেখানে যাদের দেখা গেছে তাদের পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি।
এদিকে উত্তর গাজার ইন্দোনেশিয় হাসপাতালের একজন চিকিৎসক সোমবার ওয়াশিংটন পোস্টকে জানান, আজ হাসপাতালটিতে বিমান হামলা করা হয়েছে। এরপর হাসপাতাল লক্ষ্য করে গোলাগুলিও করছে ইসরায়েলি সেনারা। এবিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোন মন্তব্য করতে রাজি হয়নি দ্য পোস্টের কাছে।