ইতালিতে মাফিয়া ও মাফিয়া সংশ্লিষ্ট ২০০ জনের ২,২০০ বছরের কারাদণ্ড
কয়েক দশকের মধ্যে ইতালির অন্যতম বৃহত্তম মাফিয়া ট্রায়ালে ২০০ জনেরও বেশি ব্যক্তিকে সবমিলিয়ে ২,২০০ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে চলা এ বিচারকার্যে চাঁদাবাজি থেকে মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর বিবিসির।
দণ্ডিতরা ইউরোপের অন্যতম প্রভাবশালী অপরাধী সংগঠন 'এনদ্রাংহেতার সঙ্গে জড়িত। তাদের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।
মামলায় দক্ষিণ ইতালির রাজনীতি ও সমাজের উপর বিশৃঙ্খলা সৃষ্টিকারী জনতার ব্যাপক প্রভাবকে বিশদভাবে তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিকসহ বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে এ রায় ইতালীয় প্রতিষ্ঠানগুলোতে সংগঠিত অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম ইতালির আইনজীবী ও সাবেক সিনেটর জিয়ানকার্লো পিত্তেলি। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দল ফোরজা ইতালিয়ার সিনেটর ছিলেন। মাফিয়া-ধর্মী সংগঠনের সাথে সংশ্লিষ্টতার জন্য তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাদার কর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। বৈধ অর্থনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশে 'এনদ্রাংহেতার সাফল্যের জন্য দণ্ডিত ব্যক্তিরা তাদের ভূমিকার জন্য সমালোচিত ছিলেন।
সাক্ষ্য-প্রমাণে সংশ্লিষ্টতা না পাওয়ায় মামলার আরো শতাধিক অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে।
লামেজিয়া তারমে শহরের উপকণ্ঠে একটি কল সেন্টারে এ বিচারকার্য অনুষ্ঠিত হয়। এ রায়কে ঘিরে আশেপাশে কড়া তৎপরতা দেখা গেছে। রায় ঘোষণার দিন মামলা পরিচালনাকারী বিচারকদের নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
দোষীদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, মাদক পাচার, ঋণ জালিয়াতি, দাপ্তরিক অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল।
ক্যালাব্রিয়ার দরিদ্র অঞ্চল থেকে উত্থিত 'এনদ্রাংহেতাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধমূলক সংগঠনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি ইউরোপের কোকেনের বাজারের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে বলে অনুমান করা হয়।
তিন বছরেরও বেশি সময় ধরে চলা এ বিচারকার্যে কীভাবে ক্যালাব্রিয়ান সিন্ডিকেট মহাদেশজুড়ে এবং শেষত দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া অঞ্চল পর্যন্ত তার আধিপত্য বিস্তার করেছিল তা তুলে ধরা হয়। এর সদস্যরা স্থানীয় অর্থনীতি, সরকারি প্রতিষ্ঠান এবং এমনকি স্বাস্থ্য ব্যবস্থায় অনুপ্রবেশ করেছিল। তারা পাবলিক টেন্ডারে কারচুপি এবং স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল।
১৯৮০ এর দশকের পর থেকে এ ধরনের বিচারকার্যের মধ্যে এটিই সবচেয়ে বড়।
'এনদ্রাংহেতা গঠনকারী দেড়শটি গোষ্ঠীর (ক্ল্যান) মধ্যে লিম্বাদি শহরের মানকুসো পরিবার সবচেয়ে শক্তিশালী।
এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিষয়ের অধ্যাপক আনা সের্গি বলেছেন, এই বিচারে মাফিয়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
তিনি যোগ করেন, বিভিন্ন পেশার মানুষ কীভাবে এসব মাফিয়া গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিল সেদিকে নজর দেওয়া জরুরি।
দণ্ডিতদের মধ্যে বেশিরভাগ ব্যক্তিকে ২০১৯ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৬ সালে ইতালির অন্তত ১১টি অঞ্চলে বিস্তৃত অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।
ভিবো ভ্যালেনতিয়া এলাকায় অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য অংশ নিয়েছিলেন। এলাকাটি 'এনদ্রাংহেতার মানকুসো গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত।
আগে মাফিয়া গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন এমন ৫০ জনেরও বেশি ব্যক্তি এ বিচারকার্যে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করেছিল।
বিচারে বলা হয়েছে, 'এনদ্রাংহেতার সদস্যরা কবরস্থানের নির্দিষ্ট একটি জায়গায় অস্ত্র লুকিয়ে রেখেছিল। তারা মাদক পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছিল এবং গাঁজা চাষের জন্য পানি সরবরাহের পথ বদলে দিয়েছিল।