রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈন্যদের আরেক শত্রু ইঁদুর!
যুক্তরাজ্যের গোয়েন্দাদের মতে, ইউক্রেনীয় এবং রুশ সৈন্যরা অতি মাত্রায় ইঁদুরের উপদ্রবে ভুগছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক মাসগুলোতে হালকা তাপমাত্রা এবং প্রচুর খাবারের কারণে ইঁদুরের সংখ্যা বেড়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ায় প্রাণীগুলো সম্ভবত যানবাহন এবং প্রতিরক্ষামূলক অবস্থানে আশ্রয় খুঁজছে।
ইঁদুরের এই উপদ্রব সামনের কাতারের যোদ্ধাদের মনোবলে আরও প্রভাব বিস্তার করবে বলেও আশঙ্কা রয়েছে।
উপরন্তু ইঁদুরগুলো তারের সাথে পেঁচিয়ে গিয়ে সামরিক সরঞ্জামের জন্য ঝুঁকি তৈরি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় এইরকম ঘটনা ঘটেছিল।
কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায় যে, রুশ সেনারা ক্রমাগত অসুস্থতায় ভুগতে শুরু করেছে যার কারণ হিসেবে তারা কীটপতঙ্গের সমস্যাকে দায়ী করেছে।