রাশিয়া বনাম পশ্চিমা বিশ্ব: পুতিন কি বিজয়ের পথে?
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মনে করতেন পুতিনের মনের ভেতরে কী চলছে তা আঁচ করতে পারেন তিনি। আরেক সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের টেবিলে জায়গা প্রাপ্য পুতিনের। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুতিনকে তার সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন।
কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সম্পর্কে জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার কিংবা ইমানুয়েল ম্যাক্রোঁ সহ পশ্চিমা অনেক নেতাদেরই ইতিবাচক ধারণা ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির পর নাটকীয়ভাবে বদলে যায়। ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। যারা মনে করতেন আড়াই দশক ধরে ক্ষমতায় থাকা ক্রেমলিনের এ নেতার রাজনৈতিক কৌশল ও উদ্দেশ্য কী তারা বুঝতে পারেন এবং বৈশ্বিক ইস্যুতে রাশিয়ার সাথে সহযোগিতা এবং অংশীদারত্বের সম্ভাবনা দেখেন, তাদের ধারণায় তখন উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসে।
২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের শুরুর দিকে মূল শহরগুলো সহজে ও দ্রুত দখল করতে না পারলেও ২০২৩ সালে এসে পুতিনকে কিছুটা সন্তুষ্টিতে দেখা যায়। কারণ তিনি গত বছর ইউক্রেনের পালটা আক্রমণ ভালোভাবেই প্রতিহত করেন এবং দেশটির দক্ষিণ ও পূর্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ অর্জন করেন।
গত সপ্তাহে রুশ সেনারা কয়েক মাসের লড়াইয়ের পর পূর্ব ইউক্রেনের আভদিভকা শহরে দখল করে, যা মস্কোর জন্য একটি প্রতীকী বিজয় হিসেবে চিহ্নিত হয়।
উপরন্তু, পুতিনের শীর্ষ সমালোচক অ্যালেক্সেই নাভালনি, গত সপ্তাহে কারাগারে বন্দি অবস্থাতেই মারা গেছেন। পুতিন সরকারের ওপর তাকে হত্যার অভিযোগ এনেছে তার দল।
নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'এটা সত্যি যে প্রেসিডেন্ট পুতিন আত্মবিশ্বাসী তিনি পশ্চিমাদের ছাড়িয়ে যেতে পারবেন। তাই তাকে ভুল প্রমাণ করে দেখানো আমাদের দায়িত্ব।'
সুবিধা পেল রাশিয়া
পুতিন গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন ইউক্রেনের কোনো ভবিষ্যৎ নেই এবং বিতর্কিত ডানপন্থী মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসনের সাথে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার কৌশলগত পরাজয় সংজ্ঞা অনুসারে অসম্ভব।
এ নিয়ে পশ্চিমা নেতারা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে রাশিয়াকে পরাজিত করাই এখন একমাত্র বিকল্প। আর ম্যাক্রোঁ গত মাসে ঘোষণা করেছিলেন, ইউরোপের এখন অগ্রাধিকার হওয়া উচিত রাশিয়াকে জিততে না দেওয়া।
অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাস্ত্র ফুরিয়ে যাওয়ায় ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন ব্যাপকভাবে বাড়লেই পরিস্থিতি পালটে যেতে পারে।
তবে, অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। পুতিন আসন্ন মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের প্রত্যাশা করছেন এবং ইউরোপের মধ্যে এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে।
ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) জ্যেষ্ঠ ফেলো আন্দ্রেয়া কেন্ডাল-টেইলর একে উভয় পক্ষের আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিমা অর্থায়ন যদি বাস্তবায়িত না হয় এবং রাশিয়া সুবিধা লাভ করে, তাহলে তা রাশিয়ার জন্য আরও আঞ্চলিক লাভ বয়ে আনতে পারে।
পরিস্থিতি নিতে পারে ভিন্ন মোড়
কেন্ডাল-টেইলর উল্লেখ করেন, ইউক্রেন যদি ২০২৪ সালেও তার প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখে তবে এটি ২০২৫ সালে রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করবে।
তিনি বলেন, পুতিনের দৃষ্টিকোণ থেকে ২০২৪ সালটি তাৎপর্যপূর্ণ। ইউক্রেন হোয়াইট হাউসে ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন সম্পর্কে শঙ্কিত, বিশেষত ২০২৩ সালে তার বিবৃতির পরে যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি পুনরায় নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে সংঘাতের সমাধান করতে পারেন।
এদিকে, ফ্রান্স ও জার্মানিতে উগ্র ডানপন্থী দলগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে, যারা রাশিয়ার প্রতি আরও নমনীয় অবস্থান গ্রহণ করতে পারে।
উদ্বেগের কারণ
আর পলিটিক কনসালটেন্সির প্রতিষ্ঠাতা তাতিয়ানা স্তানোভায়া বলেন, পশ্চিমা দেশগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ২০২৪ সালকে যুদ্ধের গতিপথ রাশিয়ার পক্ষে ঘুরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন পুতিন।
তাতিয়ানা বলেন, ' গোলাবারুদের উৎপাদন আবার ২০২৫ সালের প্রথম দিকে বাড়বে। তাই এর জন্য পুতিন আশা করছেন পশ্চিমাদের সামরিক সহায়তা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকবে।'
তবে মার্কিন নির্বাচনের সময়, কিয়েভকে সমর্থন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশলের সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। ইউরোপীয় ইউনিয়নও নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ মতবিরোধের কারণে কিয়েভকে তেমন সহায়তা না দিতে পারে এমন শঙ্কাও তৈরি হয়েছে।
এদিকে, রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতার কারণে পশ্চিমাদের আশাবাদী হওয়ার মতো কিছু কারণ রয়েছে। চলমান যুদ্ধ রাশিয়ার অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে জনসাধারণের চোখে-মুখে এখন ক্লান্তির ছাপ। পশ্চিমা সূত্র মতে, প্রায় সাড়ে তিন লাখ রুশ সেনা নিহত বা আহত হয়েছে।
একজন পশ্চিমা কর্মকর্তা পুতিনের পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিরক্ষা ও সুরক্ষায় উল্লেখযোগ্য পরিমাণ সরকারি ব্যয় রাশিয়ার জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো দারা ম্যাসিকোট বলেন, পুতিনের মনোযোগ এখন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায়।
তিনি আরও বলেন, 'যথেষ্ট পশ্চিমা সমর্থন ছাড়া, ইউক্রেনীয়দের আলোচনা করার মতো শক্তিশালী অবস্থান থাকবে না, যা তাদের ভয়াবহ পরিস্থিতিতে ফেলবে।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন