সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইইউ’র জাহাজ
সম্প্রতি সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জাহাজ।
বুধবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইইউ'র মেরিটাইম ফোর্স।
ছিনতাই হওয়ার সময় এমভি আবদুল্লাহ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকূল থেকে প্রায় ১১০০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।
বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে এমভি আবদুল্লাহকে 'অনুসরণ' করার জন্য একটি জাহাজ মোতায়েন করেছে ইইউ।
এতে বলা হয়, 'জলদস্যুরা জাহাজটির ২৩ নাবিককে জিম্মি করেছে। নাবিকেরা নিরাপদে আছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।'
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি আমব্রে জানিয়েছে, মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়ায় যাওয়ার পথে ২০ জন সশস্ত্র জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
জাহাজটি বাংলাদেশি কোম্পানি এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন। এটি চট্টগ্রামের কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।
২০১১ সালে সোমালিয়ার জলসীমায় জলদস্যুতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল। সম্প্রতি ফের জলদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে।
ডিসেম্বরে কমপক্ষে দুটি ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
সোমালিয়া উপকূলের আইল শহরের কাছে অবস্থান করা একটি বাণিজ্য জাহাজ ছিনতাই করে সশস্ত্র জলদস্যুরা। আরেকটি হলো আরব সাগর থেকে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা। এই জাহাজটিকেও সোমালিয় উপকূলের একই অঞ্চলে নিয়ে যাওয়া হয়।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১১ সালে ১৬০টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়েছিল।
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ও মিত্র নৌবাহিনীর উপস্থিতির কারণে ছিনতাইয়ের ঘটনা হ্রাস পেয়েছে।