হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে যা জানা গেল
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েল-গাজা সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেছে। এ প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গোষ্ঠীটি তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তির দিতে চায়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস বলেছে, 'যেকোনো চুক্তির জন্য যে নীতি ও মৌলিক বিষয়গুলো আমরা অপরিহার্য বলে মনে করি, সেগুলোর ওপর ভিত্তি করে একটি সমন্বিত রূপরেখা জমা দেওয়া হয়েছে। এই দৃষ্টিভঙ্গি 'বন্দি বিনিময়'এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আমাদের জনগণের অধিকার ও উদ্বেগগুলো আমাদের কাছে অগ্রাধিকার থাকবে।'
রয়টার্স জানিয়েছে, হামাসের প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে থেকে ৭০০-১০০০ জনকে মুক্তি দিতে হবে। বিনিময়ে হামাস প্রাথমিকভাবে জিম্মি ইসরায়েলিদের মধ্যে থেকে নারী ও শিশু, বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেবে।
আর উভয়পক্ষের এই বন্দি বিনিময় সম্পন্ন হবে পরিকল্পনার দ্বিতীয় ধাপে।
হামাস বলছে, বন্দি ও জিম্মিদের প্রাথমিক বিনিময়ের পর স্থায়ী যুদ্ধবিরতির তারিখ নির্ধারণ করা হবে। সেইসঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমাও বেঁধে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ মানুষ নিহত হয়। পাশাপাশি ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা দখলদার ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ৩১ হাজারেরও বেশি মানুষ।
অনুবাদ: রেদওয়ানুল হক